
আজকের একটি দৈনিকের একটি খবর হল আসন্ন ঢাকা সিটি করপোরশনের নির্বাচনে বি,এন,পি র প্রর্থী হচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। সম্প্রতি লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের সঙ্গে মিন্টুর এক দীর্ঘ বৈঠক হয়।বৈঠকে তারেক রহমান
মিন্টুকে মেয়র নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেন।
আগামী কাল হয়তো বা শুনব জয় আমেরিকা বসেই অন্য কাউকে মেয়র মেয়র প্রর্থী হিসাবে সবুজ সংকেত দিয়ে দিবেন।
অথচ দুই দলের ই উচিৎ ঢাকা মহানগরের সর্বস্তরের নেতা কর্মীদের মতামতের উপর নির্ভর করে প্রর্থী দেওয়া। কেননা ঢাকা মহানগরের বর্তমান যে সমস্যা গুলি দিন দিন প্রকট আকার ধারন করছে (যেমন- যান জট সমস্যা , বিদুৎ সমস্যা, পানির সমস্যা ,) । এই সমস্যাগুলি আন্তরিকতার সহিত সমাধান করতে পারবে, তাকেই নিজ নিজ দলের প্রর্থী করা উচিৎ। তবেই জনগনের ভোটের সত্যিকারের মুল্যায়ন হবে।
(ছবিটি যুগান্তর থেকে সংগৃহিত)
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১