♦"""দুর্জয় বাংলা সাহিত্য গ্রুপ"""♦ (সাহিত্যের বাহক)
""Durjoy Bangla Literary Group"""
( Literature Carrier)
সুপ্রিয় সাহিত্যানুরাগী বন্ধুগণ, "দুর্জয় বাংলা" গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী ও বিশ্বসাহিত্য-দরবারে তুলে ধরতে "দুর্জয় বাংলা" গ্রুপের শুভযাত্রা। আপনারা যারা প্রবন্ধ,গল্প,কবিতা, ছড়া এবং সাহিত্যের বিভিন্ন শাখায় রুচিশীল লেখনীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করেছেন, তাদের জন্য "দুর্জয় বাংলা" একটা আদর্শ প্লাটফর্ম।
★★গ্রুপের লক্ষ্য★★
সাহিত্যকে সর্বস্তরের মানুষের হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিযোগিতা। দৈনিক, সাপ্তাহিক, মাসিক সেরা কবিতা-প্রতিযোগিতা বর্তমানে চলছে। পাশাপাশি শুরু হতে যাচ্ছে গল্প-প্রতিযোগিতা। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা চালু করা হবে। এতে করে লেখকগণ নিজেদের লেখা যাচাই করার সুযোগ পাবেন। শুধু তাই নয়,এর সাথে রয়েছে নিয়মিত প্রকাশনা মাসিক "দুর্জয় বাংলা সাহিত্যসাময়িকী "। সেখানে নির্বাচিত সেরা লেখাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে " দুর্জয় বাংলা "কে জাতীয় পর্যায় থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক পরিসরে সাহিত্যের সেরা আসনে প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে দুর্জয় বাংলা গ্রুপ, সাহিত্য ও সামাজিক সংগঠনে রূপ নিতে যাচ্ছে।
★★গ্রুপের বৈশিষ্ট্য★★
এই গ্রুপে রয়েছে অত্যন্ত দক্ষ প্রশাসন। বিভিন্ন লেখার গঠনমূলক সমালোচনা, সম্পাদনা এবং কার্যকরী পরামর্শের মাধ্যমে লেখকদের গড়ে তোলার লক্ষ্যে দক্ষ পরিচালক বা অ্যাডমিনগণ নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এতে করে লেখকরা নিজেদের লেখা শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পাচ্ছেন স্বনামধন্য লেখকদের কাছ থেকে আন্তরিক দিক-নির্দেশনা। এই সকল কার্যক্রম একজন লেখকের লেখার মান-উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখছে। ফলে প্রবীণ ও নবীন লেখকদের আন্তরিক ও সার্বিক সহযোগিতায় "দুর্জয় বাংলা" একটা শক্তিশালী কার্যকরী গ্রুপে পরিণত হয়েছে। সর্বজনগৃহীত এবং মানসম্মত সেরা লেখা নির্বাচনের জন্য রয়েছেন সেরা লেখকদের সমন্বয়ে গঠিত খুবই দক্ষ ও অভিজ্ঞ বিচারকপর্ষদ। শুধু তাই নয়, আন্তর্জাতিক কবিতা-প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে "দুর্জয় বাংলা"।
♦♦♦সার সংক্ষেপ♦♦♦
বাংলা সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থেকে ১-০৭-২০১৪ সালে তৈমুর মল্লিক ও সাঈদা নাইম এর যৌথ প্রয়াসে জন্ম নেয় অন লাইন ভিত্তিক সাহিত্য গ্রুপ দুর্জয় বাংলা।
দুর্জয় বাংলা প্রতিষ্ঠাকালে মুল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলা সাহিত্যকে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় ছড়িয়ে দেয়া । তারা তাদের পাশে আন্তরিক ভাবে চেয়েছে সত্যিকার ভাবে বাংলা ভাষাকে ছড়িয়ে দেবার জন্য যারা আগ্রহী তাদের এই সূতই বাঁধতে। একই সাথে দুর্জয় বাংলার মুল লক্ষ্য হিসেবে কাজ করেছে প্রান্তিক পর্যায় থেকে কবি সাহিত্যিকদের সামনে নিয়ে আসা । বাংলাদেশের একেবারে প্রান্তিকে কোন না কোন পর্যায়ে অবহেলায় পড়ে আছে আগামি দিনের রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সুকান্ত, জসিম উদ্দিন প্রমুখদের মতো বাংলা সাহিত্যের কান্ডারী । যাদের আমরা কেউ চিনিনা, জানিনা – এমন কি তাদেরও ক্ষমতা নেই বিত্তে ভরা এই সমাজের সামনে দিয়ে উঠে আসার । তাদের খুঁজে বের করার এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে দুর্জয় বাংলা কাজ করে যাচ্ছে । বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় তিন হাজার বাংলাভাষার কবি সাহিত্যিকদের কাছে দুর্জয় বাংলা একটি আদর্শ সাহিত্য চর্চার প্লাটফর্ম ।
এই সব কিছুর ধারাবাহিকতায় দুর্জয় বাংলা অনলাইন সহ প্রিন্ট মিডিয়াতে জন্ম দেয় দুর্জয় বাংলা সাহিত্য সাময়িকী । অন লাইন গ্রুপে চালু করে সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা । সেই সকল প্রতিযোগিতার বিজয়ী কবি সাহিত্যিকসহ অফ লাইনে থাকা অনেক কবি সাহিত্যিকদের সাহিত্য নিয়ে প্রকাশিত হয় – মাসিক সাহিত্য সাময়িকী দুর্জয় বাংলা । বিভিন্ন খ্যাতিমান কবি সাহিত্যিক ছাড়াও দুর্জয় বাংলা সাহিত্য সাময়িকী কে সাধুবাদ জানিয়ে বাণী প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এম পি) ।
একটি সুগঠিত সাহিত্য চর্চাকে প্রাধান্য দিয়ে দুর্জয় বাংলাতে প্রাধান্য দেয়া হয়েছে নবীনদের প্রতি । একই সাথে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য চরিত্রকে আঘাত করতে পারে, সমাজ কে আঘাত করতে পারে, ধর্মকে আঘাত করতে পারে এমন সব সাহিত্য চর্চাকে করা হয়েছে সম্পুর্ন নিষিদ্ধ । গড়ে তোলা হয়েছে একটা অরাজনৈতিক সংগঠন । সবার সম্মতিক্রমে ঘোষনা করা হয়েছে “দুর্জয় বাংলা সাহিত্য পদক” । বছরে এক জন নারী এবং একজন পুরুষ লেখককে প্রাদান করা হবে এই পদক , তার সাথে বিশ হাজার টাকার সম্মানী । যা আমৃত্যু পেতে থাকবে । ঘোষনা করা হয়েছে দুর্জয় বাংলা স্বর্নপদক এবং তার সাথে দশ হাজার টাকার সম্মানী। বছরে নারী পুরুষ মিলিয়ে একজন সাহিত্যিককে তুলে দেয়া হবে এই পদক । নিয়ম মাফিক চলছে সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা, ধারাবাহিকতায় মাসের কবিতা প্রতিযোগিতা, একি সাথে চলছে মাসিক গল্প প্রতিযোগিতা । সেই অনুসারে বিজয়ীদের মাঝে প্রদান করা হয় “কবি মান্য” , “কবি রত্ন” এবং “গল্প তরু” সনদ । এছাড়াও বিভিন্ন সময়ে চলে বিষয়ভিত্তিক সাহিত্য প্রতিযোগিতা । বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করাতে দুর্জয় বাংলা তৈরি করেছে ইংলিশ ভার্সন Durjoy Bangla Literary Group . চলছে বাছাইকৃত সাহিত্যের ইংলিশ অনুবাদ । লক্ষ্য পুরনে দুর্জয় বাংলা এগিয়ে চলেছে সাবলীল ভাবে। যার প্রমাণ – দুর্জয় বাংলার বাংলা সাহিত্য দেশের বাইরে “বেলগ্রেট (সার্বিয়া) ” তে সার্বিয়ান ভাষায় অনূদিত হয়ে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক শিশু সাহিত্য Anthology Project এ । মার্চ ২০১৬ সালে সার্বিয়া হতে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য পর্যালোচনা (Literary review) । সেখানে দুর্জয় বাংলার সাহিত্য চর্চা নিয়ে আলোকপাত করা হয়েছে । একি সাথে আরো চেষ্টা চলছে আন্তর্জাতিক বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় বাংলা সাহিত্যের উপস্থিতি নিশ্চিত করা ।
♦পরিচালনা পর্ষদ♦
যে সকল দক্ষ পরিচালকদের নিরলস পরিশ্রমে দুর্জয় বাংলা দূর্বার গতিতে এগিয়ে চলছে সেসকল ব্যক্তিদের মধ্যে রয়েছেন-
♦ফেরদৌসী মাহমুদ – দুর্জয় মাতা, উপদেষ্টা, সিনিয়র পরিচালক
♦কে এম আলাউদ্দিন – সিনিয়র পরিচালক
♦আবু জাফর সিকদার – সিনিয়র পরিচালক
♦মোঃ আসতাব হোসেন – সিনিয়র পরিচালক
♦শাশ্বতী ভট্টাচার্য -সিনিয়র পরিচালক
♦আশা জামান – সিনিয়র পরিচালক
♦খান সাঈদ – সিনিয়র পরিচালক
♦টিপু সুলতান -সিনিয়র পরিচালক
♦মোহাম্মদ উল্লা শহীদ – সিনিয়র পরিচালক
♦সাইদুল ইসলাম – পরিচালক
♦মুস্তফা সুজন রাজ– পরিচালক
♦তুষার অপু – পরিচালক
♦তৈমুর মল্লিক – সম্পাদক
♦আঞ্জুমান আরা রিমা – সহ সম্পাদক…।
♦অন্য ধারায়ও দুর্জয় বাংলা♦
দুর্জয় বাংলা শুধু সাহিত্য চর্চায় নিয়োজিত নয় , সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করতে অগ্রসর হচ্ছে । উদাহরণ স্বরূপ দুর্জয় বাংলা দুস্থ্য মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে । বাংলাদেশের কয়েকটি অঞ্চলের প্রাথমিক ভাবে ৬ জনকে শিক্ষা পরিচালনায় বৃত্তি প্রদানের নিমিত্তে কাজ করে যাচ্ছে । যাদের সম্পুর্ণ লেখাপড়ার খরচ নিজেদের কাঁধে তুলে নেবার জন্য সকল পক্রিয়া সম্পন্ন করার পথে। বাংলাদেশ সরকারের সকল আইন মেনে আইনি অনুমোদন পাওয়ার জন্য “দুর্জয় বাংলা সাহিত্য ও সামজিক ফাউন্ডেশন” নামে আবেদন চলমান ।
বাংলা সাহিত্যের বাহক হয়ে দুর্জয় বাংলা এগিয়ে চলেছে । সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন এর পরিচালনা পরিষদ ।
https://www.facebook.com/groups/durjoybangla.bd/
https://www.facebook.com/groups/1509990385958880/