১.
মিথ্যে ফানুস!
___________
________মুস্তফা সুজন রাজ
আজ দেহের সবটুকু রক্ত জমাট বেঁধেছে, ধীরে
ধীরে শীতল হচ্ছে দেহ।
চোখের পাতায় চিরনিদ্রা যাওয়ার
উম,ললাটের ভাঁজে চিন্তাদের লুকোচুরি
খেলা।
নিস্তব্ধতার হাড় গলায় জড়িয়ে ,নাসিকা
ব্যর্থতার গ্লানি শুকতে ব্যস্ত,
ওষ্ঠদ্বয় নিরব প্রহরী যেন, মুখনিসৃত বাণী
অন্দরমহল রাখবে যুগ যুগ ধরে ।
মস্তিষ্কে যেন শর্ট সার্কিট হয়ে সব
ডিসকানেক্ট হয়ে গেছে ।
অসহায় হয়েছে সব আক্ষেপেকারীরা যারা
সকলেই বঞ্চিত নিজনিজ মনোরঞ্জনে।
এ পরাজয় দায়ী কে? তবে কি শুধুই মিথ্যে
ফানুস!!!
এবার দেহের সব রক্ত টগবগিয়ে, দেহ যেন এক
ভয়ংকর বিস্ফোরক।
চোখের কোনে যেন এক হিংস্রতা লুকিয়ে,
ললাটের মাঝে জুলুমের নিশান টানিয়ে ।
কামানের ফিতা গলে পড়ে, বারুদের গন্ধে
নাসিকা মাতোয়ারা।
ঠোঁটে যেন বিদ্যুত চমকে বিরামহীন চলছে
মুখে যেন বজ্রপাত!
মস্তিষ্কে যেন লো ভোল্টেজ অকার্যকর করে
দিচ্ছে সব কার্যক্রম।
রাজত্ব কায়েম করার ছক এঁকেছে, এ
সিংহাসন আমার চাই!
উম্মাদ হয়েছে এক মিথ্যে ফানুসের মোহে
পড়ে ।।
প্রকাশ কাল ২২শে আগস্ট ২০১৫