মাঝে মাঝে মনে হয় আমিই বোধহয় সবার খেকে অসুখি।কিন্তু প্রতীদিনের অফিস শেষে যখন বাসায় ফিরি,মাঝপথে মিরপুর-১ এর ওভার ব্রিজটা পেরোতে হয়।তখন নিয়োমিতো কিছু দৃশ্যের মুখোমুখি হই।অমানোবিয়ো সে দৃশ্য গুলো।কিছু মাতাল নেশার ঘোরে কি সব হাবিযাবি বকছে,কোন কোন নাড়ি তার সম্ভ্রম এর দর কষছে।ব্রিজ থেকে নেমে গাবতলী রোডের দিকে কিছুদুর এগোলে দেখা যায় আরেক দৃশ্য।ফুটপাতে পরে থাকা নাড়িপুরুষের সমাহার।কেহো রাস্তার ইটের উপরেই বেঘোরে ঘুমচ্ছে,কেহবা সামান্য একটু আধটু বিছানা পেতে তাতেই কোনরকম রাতটা পার করে নিচ্ছে,আশেপাশে দু একটা কুকুরও ঘুমাচ্ছে অবশ্য।আমার কাছে যদি সেরকম টাকা থাকতো আমি হয়তো এদের জন্য কিছু একটা করতাম।আচ্ছা যাদের আছে কিংবা উপর তলার মানুষ তাদের কি এগুলো চোখে পরেনা!তাও না হয় বাদ দিলাম সরকার!সরকারইবা কি করছে?সরকার বলছে দেশ উন্নয়নের মহাস্রোতে ভাসছে।মানছি সে কথা,কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশের জনগন এর জীবনযাত্রাই অনুন্নতো সে দেশ উন্নতো হয়েইবা লাভ কি?আমি মনে করি সরকার যা কিছুই করছে তা তাদের একান্তই নিজ স্বার্থের জন্য।কেননা পরবর্তি নীর্বাচনেও যাতে তারা রাজত্ব কায়েম করতে পারে।দেশে কয়েক লক্ষাধিক বেকার।শিক্ষিতো হয়েও চাকরির অভাবে কেহ দিনমজুরি খাটছে,কেহ দোকানের সামান্য সেলস ম্যান এর পেশাকে বেছে নিচ্ছে।তবে সরকার কিইবা উন্নতী করছে।অপরদিকে দিকে দেখা যাচ্ছে প্রত্যেক সরকারি কর্মকর্তার বেতন বাড়ানো হয়েছে।বেশ ভালো,যার আছে তাকে আরো বাড়িয়ে দেয়া আরকি।এর একটাই কারন যাতে সব সরকারি কর্মচারী সরকারের কথায় বাধ্য থাকে।বাকিটা বিবেকবানরা ভালো করেই বুঝেন।যে জনসাধারন এর জন্য সবকিছু সেই জনগনই পথহারা।কিইবা সরকার কিইবা এদেশের জনগন।চারদিকে শুধুই দুর্নিতীর ছড়াছড়ি।যারা এদেশের অভিবাবক তাদের কি এতটুকু লজ্জাবোধ কাজ করেনা এরা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক কিভাবে গড়ছে।এর মুল্যায়নটাওবা তারা অদুর ভবিষ্যতে কি পেতে পারে?
পথে প্রান্তরে--(১)
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই
ট্রাম্প হচ্ছে একজন আপাদমস্তক বিজনেসম্যান। কমলা হ্যা্রিস যেহেতু ইন্ডিয়ান বংশোদ্ভূত তাই ইন্ডিয়ান ভোটার টানার জন্য সে নির্বাচনের আগে বাংলাদেশ প্রসঙ্গ টেনে জাস্ট... ...বাকিটুকু পড়ুন
চট্রগ্রামে যৌথবাহিনীর ওপর ইসকনের এসিড হামলা সাত পুলিশ আহত।
এসিড নিক্ষেপে আহত পুলিশ সদস্য
চট্টগ্রামে পুলিশের ওপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতা চিরতরে ধ্বংস হবে কি করে?
সে এক বড় অদ্ভুত বিষয়।
চিন্তা করে দেখুন এত দিনের চেনা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল ইমারত ভেঙ্গে যাবে, গুড়িয়ে যাবে। মানুষ গুহা থেকে বেরিয়ে আজকের আধুনিক... ...বাকিটুকু পড়ুন
ইসকন
INTERNATIONAL SOCIETY FOR KRISHNA CONSCIOUSNESS যার সংক্ষিপ্ত রূপ হলো ISKCON এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ। যে সংঘের ঘোষিত উদ্দেশ্য হল মানুষকে কৃষ্ণভাবনাময় করে তোলার মাধ্যমে পৃথিবীতে প্রকৃত... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ
ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন