এই যে আমি,তুমি কিংবা আমরা
যাহারা প্রতিনিয়তই ছুটে চলছি
একটা অজানা দিগন্তের পানে।
যেখানে সূর্যটা ক্রমশ অস্তমিতো।
কখনো ভেবেছো কি কোথায়
আমাদের সঠিক গন্তব্য?হয়ত চোখের
সামনে যা কিছু দেখি,সবটাই রঙ্গিন
লাগে।তেমনি আমাদের ভাবনাটাও
জল রঙ্গের তুলিতে আকাঁ কিছু রঙ্গিন
স্বপ্ন।একবার দু-চোখ মুদে ফিরে যাও
তোমার চিরো-েচনা সেই অতীতের
পানে।মনে করে দেখো
তোমার ৈশশব,ৈকশর থেকে শুরু করে
কিচুক্ষন আগে পর্যন্ত কাটানো
প্রতিটা মূহুর্ত।যা এখন একটা ফেলে
আসা স্মৃতী মাত্র।