লোকান্তরিত হয়ে যাবার পর
মহাত্মা বানাচ্ছ আমায় !
বিমর্ষ চেহারা করে আহাজারি করছ
বলছ- অচিন্তনীয় লোকসান
আওয়াম হারালো, বিরল প্রতিভা!
বিমর্ষ আমার রূহ
অলক্ষ্যে আসে শোক সভায়
মঞ্চ সফল থিয়েটারে
বিগলিত, বিচলিত, চিৎকার করে বলি-
হে - বন্ধুগণ, স্বর্গ যাত্রা থেকে ইউটার্ণ করে
ফিরে এলাম তোমাদের মাঝ!!!
হিমযুগের বরফ কর্ণে, শুনতে পাও না চিৎকার!
বার্লিনের দেওয়াল চোখে, দেখতে পাওনা আমাকে!!!
গিলগামীসের প্রেতাত্মা ক্লিওপেট্রা
তোমাদের আশাবাদ! কাদার মানব নয়
বেহেস্তী অলীক জিবরাঈল!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬