চলতে চলতে যখন রাস্তাটা থেমে যায়
বলতে বলতে যখন বাক্যটা আটকে যায়
লিখতে লিখতে যখন শব্দগুলো কিছু বলতে চায় ,
বর্ণগুলো যখন নীল রঙ ছড়ায়
কি-বোর্ডে যখন ঠকঠক বন্ধ হয়ে যায়
আচমকা যখন মনটা ঘুরপাক খায়।
যখন কারো কথা ভেবে
কোন চলে যাওয়া মুসাফিরের সাথে আবারো দেখা হলে
অথবা নীল স্ক্রীনের ফেলে আসা ওয়ালপেপারে।
হার্টবিট বেড়ে যায়
স্মৃতিগুলো সামনের পা জাপটে ধরে
ফেলে আসা কিছু নীল খামে।
মনে করিয়ে দেয় বারবার
এইবার আটকা পড়েছো
এই গল্পের জ্যামে।
তখন বুঝে নিও , এটাই সেই নূপুর
যাকে তুমি হন্নি হয়ে অর্ধেক জীবন ধরে
খুঁজছো রাত-দুপুর।