সুশীল সমাজের আলো পড়েছে দিগন্তে
যা হারিয়ে যেতে চেয়েছিল অন্যের ছায়ায়
কুটিলতায় ভরা জীর্ণ এ সমাজকে বদলাতে হবে
কখনও তারণ্যকে এ ব্যাপারে অবহেলা করা যাবে না ।
নিশিরাতগুলো সব ভাবান্তর হয়েই কেটে যাচ্ছে
একে একে সব ছবি পরিষ্কার হচ্ছে
পাশ্চাত্যের ছোঁয়া লেগে বাঙ্গালিপনায় হেয়ালিখেলা
কতদিন আবার কষ্ট হাতে নিয়ে নাড়া-চাড়া করা ।
দিন দিন সূর্যটাকেও লজ্জায় ফেলা সৌন্দর্য
সমাজের কলুষতার নীচে যেগুলো ঢাকা ছিল
সেগুলো হয়তো বেরিয়েই যেতো , কিন্তু হয়নি
যৌবন ডাকে সাড়া দিয়ে সেই ভুলগুলো ঢাকতে হবে
ক্ষতগুলো এমনিতেই মিটবে না সহজে ।
ক্ষীণ আলো পড়ে সৃষ্টি হয়েছে আলো আধারির
গৌধুলির রঙে এক ধরনের জাদু কাজ করছে
দূর থেকে আলো এসে চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে
তা প্রতিফলিত হয়ে বিদ্ধ হচ্ছে বুকের গভীরে ।
অনুশোচনা বোধ এখন আর কোন কাজেই আসবেনা , জানি
মনে মনে ক্রন্দনগুলো খালি বুকেই চাপ দিবে
হাসতে হাসতে আবার কাঁদতে হবে অঝোরে
এ এক আশ্চর্য কাজ , যা তুমি না চাইলেও করবে ।