কাব্যঃ সরি সরি সরি.. এই দেখ কান ধরেছি... সরি.. অনেক জ্যাম ছিলো তাই লেট হয়ে গেছে..
কবিতাঃ সমস্যা নেই আমি এসেছি দশ মিনিট হলো... বেশি লেট হয়নি তোমার
কাব্যঃ মানে? তুমি আমাকে ভোর ছয়টায় আসতে বলেছো একসাথে সকাল দেখব বলে.. এখন ১০ টা বাঁজে!!!
কবিতাঃ আমি জানি তুমি লেট করবা..তাই চার ঘন্টা আগে সময় দিয়েছি
কাব্যঃ কবিতা! এসবের মানে কি!! তুমি জানো আমি কত ব্যাস্ত থাকি.. ক্লাস, জব,তুমি নাই,বাসার দেখাশোনা.. দুটো দিন একটু রেস্ট পাই.. তাও সকালের ঘুম নষ্ট করেছি তোমার জন্য। শুধু একসাথে সুর্যদয় দেখার তোমার স্বপ্নটা পুরণ করবো বলে
কবিতাঃ আজ শনিবার.. ৯.৩০পর্যন্ত ঘুমাইসো। চাপাবাজি বন্ধকরো। তুমি ফ্রি আজ আমি জানি.. আর সকালে বাসায় বাজার করে দিয়ে এসেছি.. বাসার কোন কাজ তুমি করো না, হুদাই ভাব নিয়ো না
কাব্যঃ এ মানে.. ইয়ে আরকি.. (গুনিজন বলেন যখন যুদ্ধে হেরে যাওয়া নিশ্চিত তখন হয় কান্নাকাটি করে আত্নসমর্পন করো নয়তো রাগ করার নতুন অযুহাত খোঁজো... নেহাত পুরুষ বলেই দ্বিতীয় অপশনই বেস্ট আমার জন্য)
আচ্ছা!! তুমি আজও আঁকাশি রঙের শাড়ি পরে আসোনি!! কত বার করে বললাম দুজনে আঁকাশি রঙের জামা পড়ে ছবি তুলবো.. সেই সাদা টিশার্ট আর জিনস!! এগুলো কোন মেয়ে পরে!!!
কবিতাঃ কেন আঁকাশে সাদা রং নেই নাকি!!
কাব্যঃ তুমি আমার একটা কথাও শুনো না..