ধর্ষিত লাশ
চঞ্চলা ,তার অক্ষি যুগল আর কভু বুজিবেনা
কাজল কাল নেত্র হতে্,গড়াবেনা আর জল
চির স্থির ,স্তব্ধ দেহ আজ প্রতিজ্ঞায় অটল
বিনদিনির বিনিন্দিত বিশীর্ণ দেহ
শক্ত পাথর ,টলবেনা আজ
সমাজ শোষিতের বাধন দলিয়া
তাজিয়া আসিছে লাজ
দুটাকার সীদুর বড়ো দামি তাই
রক্তে রেঙ্গেছে মাথা
কপালে আজ রাঙ্গা টিপ তার
খোদাই করে আাকা
রাঙ্গা ওষ্ঠের সলজ্জ হাসি
আর বুঝি সে হাসবেনা...
ওষ্ঠদ্য় ,খোলা পড়ে রয়
স্লোগান তার প্রতিদ্ধ্বনী
তার অন্তরের বজ্রপাতে
আকাশে আলোর ঝলকানি
অভিমানির আজ, রণচণ্ডি সাজ
বাতাসে হুংকার ,কথা নাই মুখে
চির নিদ্রায় অনিদ্র আজ
শত ঘৃনা , প্রতিবাদ বুকে
কে বলে মৃত?দেখেছ একে?
শত জীবিতের শক্তি ধর
শোন কান পেতে ,যুগে যুগে দেখ
তার জন্যই কোলাহল
ওরে ধর্ষিত লাশ
প্রতিশোধ চাস?
মুষ্ঠি বদ্ধ হাত ,আনিবে প্রভাত
এ আশায় কি তোর পথে নামা ?
সব নারী মুখে কালি ঘষে আয়
লাস হয়ে তোদেরও ছিড়তে হবে জামা
তোকে নিয়ে কুৎসা রটাতে
এই সমাজ ভুলবে না
যবে যবে আচল লুটাবি ধুলায়
তাজা ফুল ,মোম,মশাল তোর দূঃখ ভুলায়
সমবেদনা ,প্রতিবাদ নামবে রাস্তায়
বিবেক বিকাবে বস্তুমূল্যে ,সস্তায়
রং ঢং করে তোকেই কাঁদাবে
বিচার তোর মিলবেনা
তোর নিঃশব্দের হুংকারে
বিধে শুল অহংকারে
স্বশব্দে যারা শুনেনি তোমায়
এ স্তব্ধতা তাদের আসন কাপায়
ভাষা তোর একটাই
নিঃশব্দের শব্দে
তোকে নিয়ে শোক সভা হবে
যুগের প্রতি অব্দে
৯/৮/২০১৬
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০