.
আমাদের দেশের সবচেয়ে পজিটিভ দিক হলো, এদেশে এখনো পরিবার আছে..মায়া ভালোবাসা আবেগ আছে..মানুষগুলো যান্ত্রিক হয়ে যায়নি...এই পরিবার গুলোর ভিত্তি হলে একেকটা নারী...তারা তাদের যোগ্যতা ক্যারিয়ার সব জলাঞ্জলি দিয়ে ধরে রাখে পরিবারকে...কিন্তু এটা কেন হয়! কখনো পুরুষ নারীর বেড়ে ওঠা সহ্য করতে পারে না....তাই সহোযোগীতা ও করে না...আবার কখনো নারী ই অহংকারী হয়ে উঠে পুরুষকে হেও করে... তারা ভুলে যায় পুরুষরা নারীর থেকে আদতেই কিছু বিষয়ে শ্রেষ্ঠ..
পুরুষরা নারীর কর্তৃত্বকরবে...এটাই নিয়ম..এটাই খোদার বিধান... মেয়েরা কর্তৃত্ব চায় না...বরং পুরুষের মধ্যে সঠিক কর্তৃত্ব নেতৃত্বের গুণ গুলো চায়....পুরুষ মানেই নেতৃত্ব দানের যোগ্য..... তবে তার সম পর্যায়ের মস্তিষ্কের নারীর সাপেক্ষে..
একটা সাধারণ পুরুষ হাসিনার মত নারীর কতৃত্ব করার ক্ষমতা রাখে না..হাসিনার কুটনৈতিক মেধা থেকে সে অনেক নিন্মে..তবে হাসিনার কতৃত্ব করার পুরুষ ও আল্লাহ বানিয়েছেন...এটাই জগতের নিয়ম
আপনারা যারা ট্যালেন্টেড মহিলার কর্তৃত্ব করার ক্ষমতা নিয়ে আসেন নাই দুনিয়ায়, তারা আপনাদের চাহিদা অনুযায়ি সাধারণ ঘরোয়া মেয়ে বিয়ে করেন...
আপনাদের ট্যালেন্টেড মেয়ে পালতে দেয়া মানে
লোকাল এমপিকে কে ভারতবর্ষ শাসন করতে দেয়া...তো সৈরাচার অনাচারতো হবেই..সুখি হবে না জনগন আর শাসক কেউই..
আমি নারী ক্ষমতায়নের বিরুদ্ধেও না.. প্রতিটা স্তরেই পুরুষের পাশাপাশি নারী নেত্রিত্বও জরুরী...কারণ একজন নারীর অসুবিধা একজন নারীই বুঝতে পারে...উপলদ্ধিরকরতে পারে...যোগ্যতা অনুসারে নারী ক্ষমতায়ন জরুরী..নতুবা সমাজ থেকে যাবে পুরুষতান্ত্রিক..নারীরা হবে শোষিত...তবে একজন নেত্রি বউয়ের কর্তৃত্ব করতে পারার যোগ্যতা সম্পন্য হতে হবে সেই পুরুষকে...
আমি নারীবাদী না.. বরং মানব বাদী..
বলেছি..আমি নারী পুরুষের দায়িত্ব ভিন্ন তবে তারা তো দুজনেই মানুষ! পুরষের ইচ্ছা আর নারীর ইচ্ছা এবং শক্তির দাম দিতে হবে... এটা নারী পুরুষ উভয় কেই করতে হবে.
পুরুষকে সফল করার জন্য যেন আর কোন নারী অন্তপুরে নিজের জীবন উৎসর্গ না করে.. এটাই কাম্য..
প্রত্যেকের অধিকার আছে নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠা করার...
পুরুষরা নারীদের শত্রু নয়... নারীরা পুরুষের দাসীও নয়..উভয়ে সহযোদ্ধা...
...ভাবুন তো..মা ছেলেসন্তান জন্ম বর্জন করলে কি জগতে একটা মেয়েও পয়দা হবে?
আবারো বলছি
পুরুষ নারীর শত্রু না সহ যোদ্ধা..নারী পিছিয়ে আছে শাসকের কু শাসনের ফলে...পুরুষের ক্ষমতা অনুযায়ী নারীর অধিকার সমর্পিত না করার কারনে....অন্তঃপুরবাসিনীর জন্য হোক হুজুর শাষক আর নেত্রিরজন্য হোক নেতা /বড় মনের শাষকযে দায়ীত্ব কাকে বলে বুঝে!.. . সুশাসন চেয়েছে নারী...
যেমন রাজা তেমন প্রজা হোক...তাহলে পরিবার প্রথাও টিকবে আর নারীরা প্রতিষ্ঠাও পাবে
বোঝা গেছে ব্যাপারটা?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬