..মাঝে মাঝে মনেহয়..আমি ঠিক এতটাই পিছিয়ে আছি যে...... বিশ্বের একশবছর আগে কাটিয়ে ওঠা প্রতিবন্ধকতা গুলো আমি এই আধুনিক যুগে আবার পার করছি...আর আসপাশের সবাই আমাকে পাপি মনেকরে.. দল ছাড়া করছে...নিন্দা করছে....আমি ধর্মকে ধরে সঠিক পথে আগাতে চাই বলে তাদের এত বারণ! অথচো একটা মুসলিম পরিবারের সাধারণ মেয়ে যেখানে ধর্মিয় বাড়াবাড়ি নাই,ধর্মসমপর্কে সচেতন ও নয় তার বেলায় কোন প্রতিবন্ধকতা নেই..!
তসলিমা নাসরিন আর বেগম রোকেয়ার পার্থক্য করতে শিখুন...
একটা উপদেশ..
জেনে বুঝে খারাপ কাজ করলে..মেনে নিন সেটা খারাপ.এতে শুধু পাপ হবে... .হারামকে যুক্তি দিয়ে হালালের চেস্টা করে ইমান নষ্ট করবেন না..ইসলামকে কলুষিতও করবেন না....
আসল কথায় আসি...
বিশ্ব যখন এগিয়ে চলেছে
আমরা তখন পিছিয়ে
বিবি তালাকের ফতোয়া খুজি
কুরআন হাদীস চষে
-নজরুল
ভাই...ফতোয়া বাদদিয়েও গবেষনার কিছু আছে..!! করেননা..করবেন কি করে! আপনারা শুধু বাধা দিতে জানেন.....এইযে পৃথিবীর যে সকল মুসলিম নারী নিয়ে আপনারা গর্ব করেন....তারা কি শুধুই ঘরের কোনায় তসবি তালিম করছে??কত জন নিকাবি আছেন.?
আপনাদের ওসব মাসালা কিচ্ছু নয়..
আপনারা বাড়ন্ত বয়সে হাজার প্রতিবন্ধকতা সৃষ্টিকরেন..প্রতিবন্ধকতা ঠেলে উপরে উঠে
জগতে বিজয়ী হলে আপনারা তখন তাকে নিজের দলে টানার জন্য টানাটানি করেন.... আর হেরে গেলে সমাজচ্যুত করেন...আর যারা জন্মের দায় প্রতিভার পাপ নিয়ে টিকে থাকতে চায় আপনাদের সভ্য সমাজে তাদের সকাল বিকাল গালাগালি করকরেন....এমনটাই হয়ে আসছে..
দিন শেষে কেউ এ অযুহাত শুনতে চাইবে না যে মুসলিম হওয়ার কারনে আপনাকে রং কিনে দেয়া হয়নাই....সমাজের নৈতিক অবক্ষয়ের কারনে আপনি ডিবেটে যেতে পারেননা.(ফেস্ট শেষ হতে রাত হয়ে যায়.)....নিজের ভাব প্রকাশ করলে আমাদের বলাহয় তসলিমা নাসরিন হচ্ছি...ব্লগে লিখলে আমি হই নাস্তিক!..গান গাইলে বলা হয় গলাদিয়ে শিশা ঢালবে...এতো গেলো কাজের কাজ..বহু অকাজের কাজ করতেও হাজার বারন
আমার দেখা একটি মেয়ের...ক্লাস 4 এ সন্দীপনের একটা টিভি প্রোগ্রাম ছিলো এটিএন বাংলায়..টপ টেন সিঙ্গারদের মধ্যে থাকা সত্বেও বাসা থেকে যেতে দেয়া হয়নি তাকে....মেয়ে মিডিয়ায় ঢুকে গেলে খারাপ হয়ে যাবে..তখুনি এমন ভাবে লাগাম টানলো যে তার আর গান শেখা হয়নি...ছবি আকাটাও যদি ত্যাড়ামি করে ধরে না রাখতো তো মাসায়ালার ভিড়ে এটাও হারাতো..অবসর আপনাদের মতই সিরিয়াল দেখে,আর ফেসবুকে আমিন আমিন লিখে কাটাতে হতো..
আপনাদের কাছে আসলে কোনটা ঠিক.. আমি বুঝি না..তাই আমি শুধু আমার মন বুঝি..আমার মন যা চায় তাই ই করি..আমি বুঝে, না বুঝে পাপ ও করি....অনুসুচনা হলে আমি আমার খোদার কাছে ক্ষমা চাই
আমি বলছিনা..আমি খুব সঠিক পথে আছি....আমি এও বলছিনা আমি খুব বড় সেলিব্রেটি হয়ে গেছি...আমি বলছি না ফেসবুকে ছবি পোস্টদিয়ে আমি মুসলিম বিশ্বের খুব উপকার করছি....আমি বলছি না আমি ভবিষ্যতে আপনাদের জন্য খুব গর্বের সামগ্রি হবো......আমি নিতান্ত ঘাড়ত্যাড়া গোছের সাধারণ মানুষ যে কিনা জীবনবোধের নয়া বাতাসে রঙ ঢং করে বেড়ায়..বাচার জন্য নয়..নিজের জন্য যে বাঁচে..
...
আমি মানুষের মাথা বা পোট্রেইট আকাই...মাদ্রাসার ছাত্রি হওয়া সত্বেও নিকাব ছাড়া অসংখ্য ছবি পোস্টদেই..অনেক ক্ষেত্রে ছবিগুলো বাড়াবাড়ি পর্যায়ের দুষ্টুমির ছবি যা তথা কথিত মুসলিম নারী হিসেবে কাম্য নয়...বাংলা গান গাই, খুব জলদি ই আবৃতির একটা ইউটিউব চ্যানেল ও খুলবো..একশ মানুষ আমার কন্ঠ শুনবে....এসব কাজের কোনটাকেই আমি কখনো হালাল প্রমানের চেষ্টা করিনাই করবো না....
আমি শুধু আমার নিজের সীমার মাঝে অসীমকে ছোয়ার জন্য লড়ে যাব....এ পথে ভুল হলে ক্ষমা চাইবো..ভুল শুধরাবো.. ঠিক হলে সাওয়াবের আশা করবো...আর আমি আমার কাজের জবাব দিব আমার সত্ত্বা কে..
আজ যে বিধান ওলামায় কিরাম রা মাসালায় প্রয়োজন সাপেক্ষ হিসেবে রেখেছেন.. আমি বিশ্বাস করি আগামী ২০ বছর পর তার প্রয়োজনীতা এতটাই বাড়বে যে তারা এজমা কিয়াস করতে বাদ্ধহবেন...
সে পরিবর্তনের সাথে জীবনের সকল মাত্রায়ও পরিবর্তন আসবে..ঠিক তেমনি দশ বছর আগে পরিবার থেকে যেই সাপোর্ট পেতাম না এখন অবশ্যই তা থেকে কিছু বেশিই পাই...এটাই পরিবর্তন...আমি পরিবর্তনে বিশ্বাস করি..
ইতিবাচক পরিবর্তনকে মেনে নিন...নেতিবাচক পরিবর্তনের বিরোধিতা করুন....নিজের দৃষ্টি ভঙ্গি সকলের উপর চাপানোর চেষ্টা করবেন না..প্রত্যেকেই আলাদা মানুষ...আর কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না...আর কে কোন দিক থেকে আল্লাহর প্রিয় তা কেউই জানে না..আর কে কোন ছোট কারনে নাজাত পাবে তাও কেউ জানে না.....
পরিশেষে...বন্ধুরা যারা আমাকে জান্নাতে নেয়ার জন্য চেষ্টা করছো..আমি তোমাদের ভালোবাসি...তোমাদের শ্রদ্ধা করি..কারন এই দায়ীত্ববোধটুকু সবার থাকে না..তোমরা আল্লাহর দায়ীত্ব পালন করছো..আল্লাহ তোমাদের মঙ্গল করুন..যে দিন অন্তর সায়দিবে..সেদিন অবশ্যই তোমাদের মত হয়ে যাব....সেদিন আর কেন মানুষের ছবি আকাবো না..
তবু ও আমি আমার মতই হেটে যাব আমার পথে..
আমি ভবঘুরেই হব..এটাই আমার এমবিশন
পাশে কেউ থাকলে..wellcome..
না থাকলেও wellcome...বিজয়ি বেশে আপনাদের গ্রহনযোগ্য হওয়ার চেস্টা সবসময় করবো
আপনারা আমার মনের মত নন বলেই আপনারা আমার প্রতিপক্ষ নন..
বরং বন্ধু..
আর আমি ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাসী
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০