না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরন নবী খান -মোঃ মঞ্জুর হোসেন ঈসা
রংপুরের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণিত শাস্ত্রের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক নুরন নবী খান (৮৪)। মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষা বিস্তারের নানা দিক তিনি ভাবতেন। অসুস্থ্য অবস্থায় দীর্ঘদিন বিছানায় থাকলেও কেউ যদি এই প্রিয় শিক্ষকের সাথে দেখা করতে যেতেন, তাদেরকে শুনাতেন তার জীবনের নানা অডিভজ্ঞতার কথা। তিনি ছিলেন গণিত শাস্ত্রে অসাধারণ পান্ডিত্যের অধিকারী। তার নিরলস প্রচেষ্টার দ্বারা নিস্তানদের যোগ্য মানুষ রুপে গড়ে তুলেছেন। তিনি একজন গুনী ও মেধাবী শিক্ষক হিসেবে সর্ব মহলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে, সর্ব স্তরের সাধারণ মানুষ ছুটে আসেন তাদের প্রিয় শিক্ষককে শেষ বারের মতো দেখার জন্য। সবাই বাড়ীতে এসে অশ্রু চোখে ফিরেছে।
তার মৃত্যুর খবর পেয়ে তার অত্যন্ত প্রিয় সন্তান ছাত্র রাজনীতির সোনালী অতীত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফাত আলী সফু, সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবু, যুবদল কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, জাসাস সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান, মুক্তিযোদ্ধা দল সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামান খোকন, কৃষকদল সাধারণ সম্পাদক সামসুজ্জামান দুদু, মৎসজীবি দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সাধারণ সম্পাদক মিলন মেহেদী, তাঁতীদল সভাপতি হুমায়ূন ইসলাম খান, মহিলা দল সভাপতি নূর আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান তপন, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি শ্যামা ওবায়েদ ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইবরাহিম হোসেন, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উত্তরের সভাপতি রিয়েল রোমান, সাধারন সম্পাদক বকুল ভূইয়া সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামী কাল মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যারা বেচে থাকতে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেদের উজার করে দেন, মৃত্যুর পরে পৃথিবীর মানুষ তাকেও হৃদযদিয়ে গভীর শ্রদ্ধা করে। আমরা এই মহান ব্যাক্তিত্বের মৃত্যুতে সকলেই শোকে শোকাহত। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন জান্নাত বাসী হন।
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরন নবী খান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন