বরিশাল নৌ রুটে ৫ ঘন্টায় ঢাকা পৌছে দেবে বে-ক্রুজ
-মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
বাংলাদেশের সর্বাধুনিক দ্রুততম বিলাস বহুল, শীতাতপ নিয়ন্ত্রিত, এক্সপ্রেস সার্ভিস, বে- ক্রুক ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দিবা সার্ভিস চালু হচ্ছে শনিবার থেকে। বরিশালের যাত্রীদের বিশেষ সুবিধা দিয়ে বরিশাল-ঢাকা নৌরুটে প্রথম বারের মত শুরু হচ্ছে যাত্রীবাহী দিবা নৌ সার্ভিস। ব্যক্তি মালিকানাধীন বে-ক্রুজ নামে একটি নৌযান আগামী শনিবার থেকে বরিশাল-ঢাকা রুটে দিনের বেলায় যাত্রী পরিবহন শুরু করবে। নৌযানের মালিক কর্ণেল (অবঃ) আজিজুল আশ্রাফ জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই ইঞ্জিন বিশিষ্ট নৌ-যানটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকায় পৌছবে দুপুর ১২টায়। আবার বেলা ২টায় ঢাকা থেকে ছেড়ে বরিশাল পৌছবে সন্ধ্যা সাড়ে ৬টায়। গন্তব্যে পৌছতে সাড়ে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। ১২টি আলাদা শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র থাকলেও কোন ধরনের কেভিন থাকছে না। চেয়ার সিটিং ব্যবস্থায় তিনটি শ্রেণী বিন্যাসে মোট আসন থাকে ২৫২টি। ভাড়া নির্ধারণ করা হয়েছেন জনপ্রতি ৮০০, ১০০০ ও ১২০০ টাকা। এই যানটি শুরু হলে বরিশালের দক্ষিনাঞ্চলের সাধারণ মানুষ একটি নতুন যানের মধ্য দিয়ে তাদের নতুন পথ চলা শুরু হবে। এ বিষয়ে বরিশালের ঘাট সুপারভাইজার সামসুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বরিশালের সাধারণ মানুষের চাহিদা ও সমর্থনের দিকে লক্ষ্য রেখে আমাদের এই নতুন দিবা সার্ভিস চালু হচ্ছে। আশা করছি যানজট এড়াতে বরিশালবাসী দিনের বেলায় আমাদের এই নতুন বে ক্রুজে তাদের যাত্রী সেবার মাধ্যমে আনন্দিত হবেন। সব কিছু ঠিক ঠাক থাকলে আর মাত্র ৫ দিন পর শুরু হবে বে-ক্রুজ এর স্বপ্নের যাত্রা। আমরা সকল যাত্রীদের এই যাত্রাপথে নিজেদের দিনের বেলায় নৌরুটে ঢাকা-বরিশাল, বরিশাল-ঢাকা ঘুরে আসার সুবর্ণ সুযোগ গ্রহন করার আহ্বান জানাচ্ছি।