গ্রাম থেকে উঠে আসা বিশ্ববিদ্যারয় পড়ুয়া সাধারন একটি মেয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তরুন প্রজন্মের নবীন লেখিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্রী মাসুমা মৌসুমীর একটি ব্যাতিক্রমধর্মী উপন্যাস জয়ীতা এখন বিশ্ববিদ্যারয়ে অনেক পাঠকের নজর কেড়েছে।
২১শে বই মেলার ৮৫ ও ৮৬ নং ষ্টল ঘুরে সরজমিনে জানাযায় নবীন এই লেখীকার বই বেশ কাটতি যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বেশ আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করছে। এই বিষয়ে নবীন লেখীকা মাসুমা মৌসুমীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি গ্রামের মেঠোপথ থেকে উঠে এসে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যঅলয়ে অধ্যয়ন করতে গিয়ে জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতা এই বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তার মরহুম পিতা’কে বইটি উৎস্বর্গ করতে পেরে সে বেশ আনন্দিত। একান্ত ব্যাক্তিগত উদ্যোগে জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে বন্ধুদের সহযোগীতা নিয়ে বইটি ২১শের বই মেলায় বের করেছেন।
ব্যঅক্তি জীবনে সংগ্রামী সমাজ কর্মী মাসুমা মৌসুমী ১৯৮৯ সালের ২৩শে এপ্রিল মামার বাড়ী কুমিল্লায় জন্মগ্রহন করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার, কালিয়া থানার কাঞ্চনপুর গ্রামে। পিতা মৃত ইউনুচ আহমেদ, মাতা জহুরা বেগমের আদর্শে লালিত। ছোট বেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও লেখলেখিতে তার চিল চরম আগ্রহ। ৮ম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় দেয়া পত্রিকায় “বর্ষা” শিরোনামে প্রথম কবিতা প্রকাশিত হয়। নবম শ্রেনীতে অধ্যয়নরত সময়ে যশোর সিদ্দিকিয়া লাইব্রেরী থেকে কবিতার বই প্রকাশের জন্য মনোনীত হয়। কিন্তু লেখাপড়ার ব্যস্ততার জন্য বইটি প্রকাশে সম্ভবপর হয়ে উঠে নি।
কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৫ সলে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাখে উত্তীর্ন হন। পরবর্তীতে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে ২০০৭ সালে উচ্চমাধ্যমিক এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স সমাজ বিজ্ঞানে অধ্যয়ন রত। মাধ্যমিক মহিলা হ্যান্ডবলের জেলা পযার্য়ের সাবেক খেলোয়ার। ময়নামতি রেজিমেন্ট এর প্রাক্তন বিএনসিসি, ক্যাডেট ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংস্কুতিক পরিষদের প্রক্তন সদস্য, বাংলাদেশ ডিজিটাল প্রেস কাউন্সিল সোসাইটি সম্পাদিত “গভঃ রেজি - ১০২০৩” ডিজিটাল বার্তার নির্বাহী সম্পাদক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সদস্য, নিজ বিভাগ থেকে প্রকাশিত প্রতিভা স্ফুরণ সাহিত্য ও সংস্কুতি পরিষদের নির্বাহী সম্পাদক কবি সংসদ বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন ছাড়াও নিউফাইট স্কুল এন্ড কলেজের বর্তমান সহকারী শিক্ষক, মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে চলেছেন।
তিনি ভভিষ্যৎতে সমাজের বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চান।