তরুণ সমাজের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে চট্টগ্রামের তরুণ সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে সম্প্রতি নগরীর ও. আর. নিজাম রোডে লিডারশিপ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন রোটারিয়ান জনাব মো: মাইনুদ্দিন রতন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কেনপার্ক বাংলাদেশ এর মানবস¤পদ উন্নয়ন কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান এবং জবমার্কেটবিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু হুরাইরা ভুট্টো। আলোচকবৃন্দ তাদের বক্তব্যে নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে নির্বাচিত ত্রিশজন ছাত্রছাত্রী ও পেশাজীবী এই কর্মশালায় অংশগ্রহন করে। এছাড়া কর্মশালায় আয়োজক সংগঠনের সভাপতি রোটা. ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি রোটা. রাশেদুর হাসার, রোটা. শামিম হাসান খোকন, রোটা. আলম রহমান, রোটা. ইমরান হোসেন এবং রোটা. আহমেদ সাকিব আর রাফি সহ অন্যান্য রোটার্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালার উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল :
- Art of Introduction
- Art of Self Description (questions & Answer)
- Observation (team members)
- Manner & Etiquette (Does & Does not)
- Dress code/Behaviour/Movement
- Art of Speaking
- Self Inventory
- Effective communication
- Affirmation Policy
- Know thyself
- Don't Be Afraid to Fail
- Motivation & Self control
- Celebrating a Success Story
সামনে আরও প্রোগ্রাম আসছে। চোখ রাখুন Rotaract Club of Islamabad এর ফেইসবুক পেইজে
https://www.facebook.com/rcislamabadctgbd
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫