সেই মানুষটি
এই শহরে একটি মানুষ
অকারণেই আকাশ দেখে,
বৃষ্টি হলেই বৃষ্টি দেখে;
মাঝে মাঝে ছাতা ধরে কিংবা ভেজে
কি আর এমন!
তোমার মতো আমার মতো।
এই শহরের সেই মানুষটি
তোমার মতো আমার মতো,
পথের পাশে চা-মুড়ি খায়
বিড়ি ফুঁকে রোস্তোরায় যায়,
সেই মানুষটি তোমার মতো আমার মতো
নিয়ম করে ঘরে ফেরে বাহিরে যায়।
তোমার মতো আমার মতো সেই মানুষটি
আকাশ পানে এখন আর নীল খোঁজে না,
নদীর জলে পানকৌড়ির ডুবসাঁতারে
তার মনে এখন আর আবির রঙা রঙ লাগেনা।
তোমার মতো আমার মতো সেই মানুষটি
তোমার মতো আমার মতো
কেউ ছিল না।
এখন তিনি আকাশ জুড়ে তুলোর মতো
উড়তে থাকা সব পাখিদের উদাস পালক।
২৮ শে সেপ্টেম্বর ২০১৯
যুক্তরাজ্য।