কবিতা
তেমন কোন উপলক্ষ নেই
এখানে নিপাট ঐশ্বর্য নিয়ে বসে থাকা যায়,
পৃথিবীর সব ব্যস্ততা নিয়ে ধেয়ে যায় এই দূরন্ত নগরী
তবু এইখানে কী অদ্ভুত নীরবতা।
দিনান্তে কোলাহল নেমে এলে
কিছু পাখি তখনও বসে থাকে এখানে,
বসে থাকে এই সুরম্য প্রাসাদের উপর, ধারে, আশেপাশে।
দিনের ব্যস্ততা ফুলালেও এইখানে এসে বসি
এই ব্যস্ত নগরীর সব নীরবতা নিয়ে... বাকিটুকু পড়ুন
