দুটি কবিতাঃ
এক।
প্রত্যাখান
কিছু কিছু লেখা পড়ে
মাঝখানে রেখে দেই,
মনে হয় ঐটুকু সময়ে তোমাকেই নিয়ে লিখি;
নীরব রাত্রীর দেয়াল ঘেষে হেঁটে যায় গিরগিটি
তোমার প্রত্যাখানের সুর
তারচেয়েও ছিল ঢের বেশী মিহি;
কোন কিছুই পাল্টায়নি এই চরাচরে
তবু আমার মৃত্যু হয়েছে শত সহস্রবার।
ভেবেই পাইনা
এতটা নীরবে কী করে ভূমিধ্বস হয়!
ডুবে যায় লোকালয়।
৩০শে নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
দুই।
রাজনীতির মানুষ
এইসব মানুষের কথা
ভুলে গেছে সভ্যতা,
দেয়ালের লিখন হয়ে আজ যারা বেঁচে আছে
শতবছরের কালিমা রক্তের ছোপের মত
বিঁধে আছে বুকে আজ যাদের
ঠিক তাদের মতই;
কালের সাক্ষী হয়ে ভুলে যাবে তাদের।
তবুওতো থেকে যাবে তাদের নাম
মানুষ হয়েও মানুষের মত নয়,
এক বিনাশী অবক্ষয়
ইতিহাসের সবচেয়ে ক্লেদ, পঙ্কিল
পতঙ্গের মত।
২৯ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।