কর্ষণ
'চলে যাব'
বলনা ওকথা,
অনন্ত আঁধারের কাছে আমারও রয়েছে ঋণ;
যারা চলে গেছে বারবার
এই নিবিড় বৃক্ষ রেখে শহরে, লোকালয়ে
এই পাহাড় ছেড়ে কারখানায়, ধোঁয়াশা খুপড়িতে
তাদের চলে যাওয়ায়
অরণ্য হয়েছে আজ আঁধারের ঘর।
এই দিন, প্রভাত কিরণ
জানালায় শিস দেয়া আলোর প্রহর
কোন উষ্ণতাই দ্বিধাহীন নয়।
হায়!
দিন চলে যায়,
উষ্ণ আলিঙ্গন বুক পেতে নেয়
স্টিল রিডিয়েটর।
আর তোমার দুখন্ড জমিতে নানান চাষাবাদ,
তবুও কৃষক স্বপ্ন দেখে মাঘীসরিষার।
ভূমির জীবনে নির্মোহ সত্যি ওটাই
কর্ষণেই খাঁটি হয় মাটির শরীর।
২৩শে নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।