খন্ড কবিতা
এক।
আমিও পারি।
দাও যদি বাড়ানো হাত
প্রাপ্তির প্রত্যাশা বাড়াতে ক্ষতি কী!
উনুনে যৌবন পুড়ে
মাঘীরাত হীম;
চলো এখানে নয়, অন্যকোথাও
সলাজ নির্বাসনে
যেখানে গিরিখাদ ছুঁয়ে আছে দীঘল রাত।
দুই।
ওখানে যেও না
ফিরোনা ঐ পাথরের ঘরে,
চল সেখানে যাই, ঐ দূরে বৃক্ষের সারি।
সহস্র রজনী ফুরিয়ে গেলে
আমাদের বয়স বাড়বে,
সভ্যতা থেকে নিয়ে আসা
আমাদের সুশোভন আব্রুগুলো খসে যাবে।
অতঃপর পশুদের মত, পাখিদের মত
আমরা হেঁটে যাব নিরাভরণ
ঠিক ঈশ্বরের মত,
কেননা ঈশ্বরের কোন আব্রু থাকেনা।
তিন।
অনুভূতি মরে গেলে আত্মাও মরে যায়;
যার জন্য প্রেম ছিল
সে তখন মৃতপ্রায়!
কেউ জানেনা বিগত রাত্রীর ক্রন্দন
কিংবা কতটুকু শিশিরে হয়
এক ফোঁটা জল।
৭ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।