যা যা করলে ক্লোজআপ ওয়ান আরো আকর্ষণীয় হতে পারে...
১।
তিনজন বিচারক ছাড়াও ২/১ জন অতিথি গেস্ট নিয়মিত প্রতি পর্বে আমন্ত্রণ জানানো হলে। আমাদের দেশে বড় বড় শিল্পীর কোন অভাব ই নাই। তাদের আমন্ত্রণ জানানো হলে প্রতিযোগীরাও অনেক আগ্রহ পাবে ভাল গান উপহার দেয়ার আবার দর্শকরাও আগ্রহ পাবে আনুষ্ঠানটি দেখার। এতে অনেকটা এক ঢিলে দুই পাখি মারা যাবে আর কি ।
২।
অনুষ্ঠানের মাঝে বিরতি যত কম দেয়া যায় তত ভাল কারণ বিরতি যত বেশী নেয়া হয় দর্শক ততই আগ্রহ হারিয়ে ফেলে এটা জানা কথা।
৩।
সপ্তাহে ৩ দিন শো টা করা গেলে আমি মনে করি মানুষ একটু বেশী চেষ্টা করবে শো টা নিয়মিত দেখার।
৪।
ক্লোজআপ ওয়ানের পুরানো যেসব শিল্পী সফল হয়েছে তাদের নিয়মিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে প্রতিযোগীরা তাদের সান্নিধ্যে আসার সুযোগ পাবে। আর তারা যত সফল শিল্পীদের সান্নিধ্যে আসবে নিজেরা ততই সফল হওয়ার জন্য অনুপ্রাণিত হবে আর উঠে পড়ে লাগবে সফল হওয়ার জন্য। তাই এটা অবশ্যই তাদের জন্য খুব ভাল হবে যদি পুরানোদের নিয়ে আসা যায় অনুষ্ঠানে। এতে কিন্তু আরেকটা ভাল দিক আছে। পুরানো যারা এখন আর আগের মত গান করে না তারাও কিন্তু নিজেদের গান নিয়ে নতুন করে ভাবা শুরু করবে। তারাও নতুন করে ফিরে আসার জন্য অনুপ্রাণিত হবে...
অবশেষে বলতে চাই ক্লোজআপ ওয়ান এগিয়ে যাক আপন গতিতে। আগের বারের মত ক্লোজআপ ওয়ান যাতে হারিয়ে না যায় আমাদের মাঝ থেকে সে কামনায় আজকের লিখা শেষ করছি
আপনারা কি ভাবেন তা কিন্তু জানাতে ভুলবেন না...