১. যদি আপনার কাছে 34000 ডলার
থাকে তাহলে আপনি পৃথিবীর 1% ধনী মানুষের
মধ্যে একজন।
২. যুক্তরাজ্যে যতগুলো টেলিভিশন
আছে জাপানে ততগুলো মানুষও নাই।
৩.আমেরিকার গাড়ির সংখ্যার চেয়ে ভারতে গরুর
সংখ্যা বেশি।
৪.যদি আপনি 6 ফুট 2 ইঞ্চির বেশি লম্বা হয়ে থাকেন
তাহলে আপনি বর্তমানে পৃথিবীর 94% মানুষের
চেয়ে বেশি লম্বা আছেন।
৫. 1685 সালে ফ্রান্স মুদ্রা হিসেবে তাস (playing
cards)
ব্যবহার করে। এর প্রধান এবং একমাত্র কারন
ছিলো পর্যাপ্ত কয়েন না থাকা
৬. পৃথিবীর সবচেয়ে বড় কনডম চীনে তৈরী করা হয়েছিল
2003 সালের বিশ্ব জনসংখ্যা দিবসে উপলক্ষে। এটির
উচ্চতা ছিলো 260 ফুট এবং প্রস্থ ছিল 320 ফুট।
৭.একজন মানুষের মনে প্রতিদিন 70,000 এর
মতো চিন্তার উদয় হয়
৮.বিশ্বব্যাপী প্রতি বছর 162 মিলিয়ন প্রাপ্তবয়স্ক
মানুষ
একবারের জন্য হলেও গাজা সেবন করে। যেখানে 22.5
মিলিয়ন মানুষ প্রতিদিন এর সাথে জড়িত আছে।
৯.পৃথিবীর 20 % অক্সিজেন আসে আমাজান জংগল
থেকে।
১০. ডানহাতি মানুষ বামহাতি মানুষের চেয়ে গড়ে 9 বছর
বেশী বাচে।
১১. মানুষের পেটের নাভিতে 14000 প্রজাতির
ব্যাকটেরিয়া বসবাস করে
১২.একটা গবেষণায় পাওয়া গেছে গড়ে প্রতিদিন
বিশ্বে হাসপাতাল থেকে জন্ম নেওয়া নবজাতক 12 জন
শিশুকে তাদের ভুল মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
১৩. বিশ্বজুড়ে 40 থেকে 42 মিলিয়ন এর ও বেশি মানুষ
আছে যারা পতিতা। মানে দেহ বিক্রি করে জীবন ধারন
করে।

১৪. যখন আমেরিকার কোন প্রেসিডেন্ট হোয়াইট
হাউসে অবস্থানরত সময়ে কোন খাবার খাবার গ্রহন করে।
তাহলে তাকে ওই খাবারের টাকা নিজ পকেট থেকে দিতে হবে।
১৫. আপনার কাছে যদি 31$ ডলার
থাকে তাহলে আপনি চীনে 1 সপ্তাহ এর জন্য
একটা গার্লফ্রেন্ড ভাড়া নিতে পারবেন।
১৬.যদি একটা পিপড়া আপনার সমান হয়
তাহলে এটি একটা ল্যাম্বর্গিনি গাড়ির চেয়েও দুই গুন
জোরে দৌড়াতে সক্ষম ( ল্যাম্বর্গিনি গাড়ি বিশ্বের
সেরা 5 টি দ্রুতগতির
গাড়ির একটা)
১৭. 1.6 বিলিয়ন মানুষ মানে পৃথিবীর জনসংখ্যার এক-
চতুর্থাংশ বিদ্যুৎ (electricity) ছাড়া বসবাস করে।
১৮. "হংকং" শব্দটি আপনি কোন রকম ঠোঁট ও
জিহ্বা না নাড়াচাড়া করেই বলতে পারবেন।
(কালেক্টেড)