পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে ভাঙ্গেরে যমুনা
এত ভাঙ্গন দেখার পরও কিছুইকি কমুনা?
কেউ হারাল বসতভিটা কেউবা চাষের ভূমি
পঁচিশ বিঘার মালিক ছিলে আজকে নিঃস্ব তুমি।
স্বাস্থ্যকেন্দ্র, বাজার গেল গেলরে বিদ্যালয়
সর্বনাশা পদ্মারে তোর পেটে কতনা সয়!
নড়িয়াতে চলছে এখন করুণ আহাজারি
কেমন করে ভেঙ্গে গেল তিন পুরুষের বাড়ি!
থাকব কোথায়, কীবা খাব নেইতো উপায় জানা
পরের জায়গায় ঘর তুলিব করছে যে সে মানা।
রাস্তাঘাটে খোলামাঠে আশ্রয়েরই জন্য
ছোট ছোট খুপরি বানাই অতি যে নগন্য ।
ভুলতে নাহি পারি আমি আম গাছের ঐ ছায়া
দাদার কালের গাছের নিচে জুড়াইত মোর কায়া।
পদ্মার ভাঙ্গন রোখতে পারে কেউ কি এমন আছে?
করজোড়ে সবাই মিলে চাইব তাহার কাছে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫