কান্না হয়ে বন্দী হয়ে থাকে,
চারিদিকে নেই কোন পথ, তারা
ঠায় দাঁড়িয়ে নিজের মৃত্যু আঁকে।
চোখে চোখে মৃত্যু আঁকা শেষে
উঠলো সবাই জীবন সিঁড়ি বেয়ে,
হাতটা চেপে, শক্ত করে চোয়াল,
ধীর পায়ে যায় শব্দ ছেলেমেয়ে।
গলার দেয়াল, নাকের শিরা ফেলে,
নিজেকে নেয় শব্দ ঠেলে ঠেলে।
ঘাম জমে যায় কোঁকড়া চুলের ডগায় -
মৃত্যু প্ল্যানে নতুন জীবন জাগায়!
যেই না তারা মানব চোখের কুঠোয়
দাড়ালো, স্তব্ধতায়, কঠিন মুঠোয়,
কোন এক শব্দ বন্দিনী বুড়ি
ঢেলে দিলো নিজের জীবন ঝুড়ি।
একে একে শব্দ ছোট বড়
মৃত্যানন্দে উঠলো ভীষণ মেতে!
সবাই হলো ব্যস্ত বিস্বর্জনে -
তোর অশ্রু হবার অদ্ভুত স্বাদ পেতে।
২৬/০৬/০৮
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫