মুক্তি দেবার মিথ্যে আশায় মনটা যখন ভীষন চেঁচায়,
কোথায় যেন লুকিয়ে থাকে নিজস্ব সব ভাবনাগুলো,
অন্য সবার ভয়ে ভয়ে তাদের গায়ে পড়ছে ধুলো!
আমি তখন তুমি হয়ে তোমার ভুলে জীবন গড়ি,
তোমার দেখা স্বপ্ন নদে ভাসাই আমার জীবন ত্বরী।
সবই ওলট পালট হয়ে কারও ফুঁ-এর তুমুল ঝড়ে
ইচ্ছেগুলো যায় হারিয়ে, স্বপ্নগুলো যায় যে মরে!
মনের ফাঁকা জায়গাটুকু বারে বারে মনকে রাগায় -
'স্বপ্নগুলো আমার ছিলো?' খুঁতখুঁতে এক প্রশ্ন জাগায়।
১৪/০৮/০৯
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪