ভাবছেন কি বলছি। কি আর বলবো আপনারা আধুনিক যুগের মানুষ অগের থেকে অনেক বেশি জানেন বুঝেন তাই না , ধর্ম তো সেকেলে পুরাতন যুগের কথা বার্তা। এখন প্রযুক্তির যুগে ধর্ম কি চলে ?।
আচ্ছা বলুন তো মানুষ কি বদলাইসে এই মানে ধরেন ব্রেইন আগে যেমন ছিলো এখন কি একটা থেকে দুইটা হইসে, চোখ, মুখ , হাত পা
আচ্ছা মনের কি মন এইটা কি চেন্জ হইসে ?
চলেন তবে মনের দুইটা বাস্তব ঘটনা পড়ি, আরে বেশি দিন আগের না এই তো মাত্র কলকের ঘটনা শুনবেন ?
প্রথমটা একটা পুরুষ মানুষের, সে কতটা পুরুষ না কাপুরুষ সেটা না দেখে তাকে আগে মানুষ হিসেবেই দেখলাম তো সে করছে কি জানেন। যেহেতু পুরুষ মানুষ সে হিসেবে সমাজে তার ভালোই কদর। পুরুষ হওয়ার একস্ট্রা একটা সুবিধা আছে না। তো তিনি সেই সুবিধার কারনে তিন খান বিয়ে করেছেন, তবে একটু ঝামেলা আছে এই তিন বিয়েতে ও ওনার পোষায় না তাই একস্ট্রা সুবিধায় আরো কিছু একস্ট্রা সম্পর্ক করছেন আর কি। ফলাফল এক্সট্রা সম্পর্ক এক্সট্রা ঝামেলা এবং গতকালের ঘটনা মামলার এজাহারে বলা হয়, শামসুন্নাহার তাঁর স্বামী আবদুল করিমের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল করিম তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন, হত্যার হুমকি দিচ্ছিলেন। আবদুল করিম, তাঁর তৃতীয় স্ত্রী শারমিন আক্তার ও শারমিনের ভাই আল আমিন ওরফে জনি অজ্ঞাতনামা খুনিদের দিয়ে শামসুন্নাহার ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে হত্যা করেছেন।
দেখছেন মাত্র দুইটা লাইফ একটা তার প্রথম বউ যে তাকে বিয়ে করে জামাই এর আসনে বসাই ছিল এবং তার নিজের আপন ছেলে দুই জনকেই খুন , খুব সুন্দর না?
এবার আসি ঘটনা দুই: এই ঘটনা আবার একজন নারীর, মমতা ময়ী, মা'র তার প্রেমের জোয়ারে মাত্র দুইটা লাইফ গেছে এক তার নিজের স্বামির আর তার আপন মেয়ের পড়েন পুরোটা বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে রাজধানীর বাড্ডায় খুন করা হয় গাড়িচালক জামিল শেখকে। আর সেটা দেখে ফেলায় নয় বছরের মেয়েটিকেও শ্বাসরোধে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর পুলিশকে এমনই তথ্য দিয়েছেন বাবা-মেয়ের হত্যার প্রধান আসামি শাহীন মল্লিক।
গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছেন, জামিলের স্ত্রী আর্জিনার সঙ্গে সাত থেকে আট মাস ধরে তাঁর প্রেমের সম্পর্ক। জামিল এর আগে যে বাসায় থাকতেন, সেই বাসারই তিনতলায় থাকতেন রংমিস্ত্রি শাহীন। জামিল বাড্ডায় নতুন বাসায় ওঠার পর পরিকল্পিতভাবেই তাঁদের বাসায় একটি কক্ষ ভাড়া (সাবলেট) নিয়ে ওঠেন শাহীন।
দুলাল শেখ বলেন, শাহীন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, তাঁর পরিকল্পনা ছিল জামিলকে খুন করার পর আর্জিনাকে সঙ্গে নিয়ে পালিয়ে যাবেন। পরিকল্পনার অংশ হিসেবে আর্জিনা ঘরের দরজা খোলা রাখেন। রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে শাহীন ঘরে ঢোকেন। এরপর তিনি একটি কাঠের টুকরা দিয়ে ঘুমন্ত জামিলের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন। এ সময় পাশেই ঘুমিয়ে থাকা তার মেয়ে নুসরাত জেগে ওঠে। তখন তাকে শ্বাসরোধে হত্যা করেন শাহীন। মেয়েকে হত্যা না করতে শাহীনকে অনুরোধ করেছিলেন আর্জিনা। কিন্তু শাহীন সেই অনুরোধ রাখেননি। এ জন্য তিনি আর শাহীনের সঙ্গে পালিয়ে যেতে রাজি হননি। জিজ্ঞাসাবাদে শাহীন আরও জানান, আর্জিনার সঙ্গে সম্পর্কের একটি ভিডিও চিত্র তাঁর কাছে ছিল। সেটি দেখিয়ে তিনি আর্জিনাকে ভয় দেখাতেন।
দেখছেন কেমন প্রেম, দুই জনেই বিবাহিত, দুই জনের ই সন্তান ছিল , তাদের প্রেমের মধুর পরিনতিতে কি পেলো তা আর আপনাদের জিগ্গেস করলাম না আধুনিক মানুষ আপনারা , তাদের তো সম্পর্ক থাকতেই পারে, তাদের স্বাধিনতা আছে, আছে অধিকার,কিন্তু কি নাই জানেন ভালোবাসা/ প্রেম।
আপনারা কি কখোনো এইটা পড়েছেন "হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী (৪) সূরা আন নিসা আয়াত নং ১
আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।সূরা আত তাওবাহ আয়াত নং ৭১
তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা আল বাক্বারাহ আয়াত ১৮৭
"দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। " দুশ্চরিত্রা নারীকেও মারতে বলা হয়নি। পারলে ছেরে দিন তবুও মারতে পারবেন না-সুরা নুর আয়াত ২৬
সুরা আর রুম আয়াত ২১ এ "আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।" কি বলছে শান্তি ও সম্প্রিতি ও দয়া নয় কি? ।
তো কি বলেন করবেন নাকি ফলো সে পুরাতন চিন্তা ভাবনা যেখানে আছে শান্তি ও সম্প্রিতি ও দয়া। মানুষ কিন্তু সেই আগেরটাই আছে আর মানুষ কে ভালো চিনবে কে তার সৃস্টিকর্তা ছারা?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫