পাকিস্তানের জাতীয় কবি এবং মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক আল্লামা ইকবাল ‘তারানায়ে হিন্দি’ ১৯০৪ সালে রচনা করেছিলেন। যার শুরুটা এই রকম-
সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুসিতাঁ হামারা
হাম বুলবুলে হেঁ ইস কি, ইয়ে গুলসিতাঁ হামারা
যার অর্থ-
সারা বিশ্বের চেয়ে সেরা হিন্দুস্তান আমাদের
আমরা বুলবুল এখানকার, এত পুষ্পোদ্যান আমাদের।
....................................
এরপর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ (লন্ডন) চলে যান। পরবর্তী সময়ে তার চিন্তাদর্শনে পরিবর্তন আসে। বিদেশ থেকে ফিরে এসে তিনি ১৯১০ সালে ‘তারানায়ে
মিল্লি’ রচনা করেন। যে কবিতা তার দর্শনের মাঝে পরিবর্তনের আভাস দিচ্ছিল। তিনি লিখেন-
চীন ও আরাব হামারা, হিন্দুস্তাঁ হামারা
মুসলিম হেঁ হাম, ওয়াতান হ্যায় সারা জাহাঁ হামারা
তাওহিদ কি আমানাত সিনুঁ মেঁ হ্যায় হামারা
আসাঁ নেহি মিটানা নাম ও নিশাঁ হামারা।
যার অর্থ-
চীন ও আরব আমাদের, হিন্দুস্তান আমাদের
মুসলিম যে মোরা, সারা পৃথিবীটাই নিজভূমি আমাদের
তৌহিদের আমানত রয়েছে সিনাতে মোদের
মিটানো সহজ নয় নাম-নিশানা মোদের।
----------------------------------------
প্রকৃতপক্ষে মুসলমানের পরিচয় এই রকমের-ই হওয়া উচিত।নিজেদের কোন নির্দিষ্ট সীমানায় আবদ্ধ রাখা উচিত নয়।
>> ইউটিউব লিংক (তারানায়ে মিল্লি) https://www.youtube.com/watch?v=90P0wMGLCL8
>> ইউটিউব লিংক (তারানায়ে হিন্দি) https://www.youtube.com/watch?v=RJOO7a76aD8
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮