আমাদের দেশের অধিকাংশ মানুষের একটা করে চোখ, কান এবং মস্তিস্কের এক অংশ সক্রিয়। বাকি আরেক চোখ, কান এবং মস্তিস্কের অন্য অংশ নিষ্ক্রিয়। তাই তারা সকল বিষয় এক চোখ দিয়ে দেখে, এক কান দিয়ে শুনে এবং মস্তিস্কের এক অংশ দিয়ে বিচার করে একপেশে কথা বলে। বিশেষ করে যারা নিজেদের তথাকথিত শিক্ষিত, বুধিজিবি বা সুশীল হিসেবে দাবি করে এবং সাথে সাথে তাদের মিডিয়া বা প্রতিষ্ঠান সমূহ দ্বারা একপেশে খবর প্রচার করে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট পশু হচ্ছে সেই সব বধির ও বোবা লোক, যারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না' (সূরা আনফাল-২২)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ১:২৪