
তারকাদের নিয়ে বিভিন্ন কথাই শোনা যায়। তবে যা কিছুটা রটে, তার কিছুটা বটেও। সম্প্রতি তিন্নির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে হিল্লোল দাবি করেছেন। এরপরই গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে হিল্লোল-নওশীনের সম্পর্কের কথা জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। নাট্যনির্মাতাদের কাছ থেকে শোনা গেছে, হিল্লোলের শুটিং যেখানে, সেখানেই নওশীন, আর নওশীনের শুটিংস্পটে হিল্লোলের উপস্থিতির কথা। তা ছাড়া মিডিয়া এবং মিডিয়ার বাইরের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও তাঁদের সরব উপস্থিতি সবার নজরে আসে। সম্প্রতি মিডিয়া পিকনিকে হিল্লোল-নওশীনের একসঙ্গে আসা-যাওয়াকে কেন্দ্র করে পিকনিকে আসা সতীর্থ তারকারা টিপ্পনি কাটেন এবং দুজনের সম্পর্কটা জানাজানি হয়।
এ বিষয়ে গতকাল বুধবার নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা শুধুই বন্ধুত্ব, বন্ধুত্ব এবং বন্ধুত্ব। এর বাইরে আর কিছুই নয়। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের সম্পর্কটা এ পর্যায়ে এসেছে।’ নওশীন জানান, মিডিয়ায় যে কজন বন্ধু আছেন, তাঁদের মধ্যে হিল্লোল অন্যতম। তাঁর সঙ্গে গল্পগুজব ও আড্ডাবাজি করতে নওশীনের খুবই ভালো লাগে। এ নিয়ে কে কী বলল, তা নিয়ে তিনি মাথা ঘামাতে চান না।
হিল্লোলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে হতাশ। এর বাইরে কিছু বলব না। আমাদের মধ্যে আছে শুধুই বন্ধুত্ব।’
তবে শুধুই বন্ধুত্ব, নাকি অন্য কিছু, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ, অনেক সময় তারকাদের জীবন কাহিনি তো রূপকথাকেও হার মানায়।