বিয়ের আগে.. (বিয়েতে রাজি হবার পর)
ছেলেঃ অবশেষে তুমি রাজি হলে! সত্যিই আমি আর সইতে পারছিলাম না।
মেয়েঃ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে?
ছেলেঃ অবশ্যই না, এ নিয়ে কখনও ভেবনা তুমি
মেয়েঃ তুমি কি আমাকে ভালবাস?
ছেলেঃ অবশ্যই, সারা জীবন
মেয়েঃ আমাকে কখনও ধোকা দেবে?
ছেলেঃ নাহ! এ ধরনের কথা তোমার মাথায় আসছে কিভাবে?
মেয়েঃ তুমি কি আমার চুল নিয়ে খেলা করবে?
ছেলেঃ নিশ্চই, যতবার সুযোগ পাব?
মেয়েঃ আমাকে কখনও আঘাত করবে?
ছেলেঃ তুমি কি পাগল? আমি মোটেও সে ধরনের মানুষ নই
মেয়েঃ আমি তোমাকে বিশ্বাস করতে পারি?
ছেলেঃ হ্যা!!
মেয়েঃ প্রিয়তম..
(আর বিয়ের পরের সংলাপ?? লেখাটা উল্টাভাবে অর্থাত নীচ থেকে উপরের দিকে পড়ে যান)

