যখন আকাশের পথ রোধ করে কালো মেঘ
সূর্যের হাসি পালায় নিরুদ্দেশে
বৃষ্টিতে সে ভেজায় নগর গ্রাম
বিজয়ীর মতো উল্লাসে চলে হেসে
একটু পরেই তেড়ে আসা প্রবল ঝড়ে
পড়িমরি কোরে ছোটে মেঘেদের দল
বিশাল আকাশ মুচকি হাসে তা'র দিকে চেয়ে।
ভৎসনা করে সূর্য, 'ওরে মূর্খ, ওরে চাড়াল
কোন সাহসে আকাশেরে করিস আড়াল?'
কাঁচুমাচু করে মেঘ, ক্ষমা চায় বারবার
অযথা অওকাতে তার জুড়ি মেলা ভার।
চুপিসারে মেঘ সরে পড়ে
আবারও দল বেধে এসে
আকাশেরে চেপে ধরে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯