আমাদের বাংলাদেশ আসলে সবুজের দেশ যেখানে শুধু সবুজ দিয়ে ঘেরা সব কিছু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়। আমাদের দেশের মত শান্তির দেশ বোধহয় আর কোথায় খুজে পাওয়া যাবে না এই কথা আমার নয় এই কথা বলেছেন অনেক কবি সাহিত্যিক। হ্যা ঠিক তাই আমাদের দেশের মত শান্তির দেশ আর কোথাও নেই। আমাদের দেশে প্রতিদিন ব্লগার খুন হয় অন্য দেশে হয় কি? আমাদের দেশের দৈনিক পত্রিকা গুলোর প্রথম পাতায় বড় বড় করে লেখা থাকে "রহিম মিয়াকে কুপিয়ে হত্যা করলো নিজের সন্তান" "জমি নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথা ফাটালো" "ছাত্র লীগের দু পক্ষের সংঘর্ষে এত জন আহত এত জন নিহত" "অমুক জায়গায় ভোট কেন্দ্র দখল করে নিয়েছে জামায়াত শিবির" " ধানের শীষে ভোট না দেওয়ায় কুদ্দুস মিয়াকে হত্যা" "নৌকা মার্কায় ভোট না দেওয়ায় করিম মিয়াকে হুমকি" "মুক্ত চিন্তার লেখক এবং প্রকাশক দীপন কে হত্যা করা হয়েছে" আরো শুনতে চান? থাক আরেকদিন বলবো। তাহলে এবার নিজের মাথার বুদ্ধি খাটিয়ে বিচার করুন আমাদের দেশ কত শান্তির দেশ। আর কোন দেশে এমন শান্তি নেই।
আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য সাময়িক ভাবে ফেসবুক বন্ধ করে দেওয়া হলো। ফেসবুক বন্ধ করে অপরাধ কমানোর চেষ্টা করলেন মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই অপরাধ কি কমেছে? যেখানের ভালো ভালো দেশে নতুন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে অপরাধী কে ধরা হয় কিংবা চিহ্নিত করা হয় আর আমাদের দেশে অপরাধ কমানোর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়। তাহলে একবার ভাবুন আমরা কত এগিয়ে গেছি। আমাদের দেশের সাথে অন্য দেশের তুলনাই হয় না আমরা নিজেরাই নিজেদের তুলনা।
এবার আসি আরেক প্রসঙ্গে , কি ব্যাপার বিরক্ত হচ্ছেন নাকি? যদি বিরক্ত হন তাহলে এক গ্লাস পানি খেয়ে আবার পড়া শুরু করুন। আমাদের প্রাণ প্রিয় এবং আমার ক্রাশ তারানা হালিম দেশের সকল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিঃ করতে বলেছেন, আরে ভাই বুজেন নাই?? এইটা মোবাইল সিম গাছের সিম না। সিম রেজিঃ করতে বলেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী কে সহজে চিহ্নিত করা। যারা বিভিন্ন অপরাধ করতেছে তাদের নজরে আনা। এখন আরেকবার ভাবুন আমাদের দেশে কত সুন্দর সুন্দর বুদ্ধি বের করে মন্ত্রী সাহেবরা।
তনু নামের এক কলেজ ছাত্রী ধর্ষিত হলো কয়েকদিন সেই নিয়ে অনেক আন্দোলন হলো বিচার হলো না। আমরা বাঙালী আজ একটা টপিক নিয়ে আন্দোলন করছি কাল আরেকটা নতুন টপিক চলে আসলো আর আগের টপিক আমরা ভূলে গেলাম। আমরা দেশ প্রেমিক দেশের নামে কেউ কিছু বললে তাকে এক কোপে খতম করে দেই।
একবার আমি গেলাম বিতর্ক করতে সেখানে বিতর্কের বিষয় ছিল " সচেতনতাই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়তে"। আমি বিতর্কের পক্ষে অবস্থান করেছিলাম দুঃখের বিষয় এত ভালো বিতর্ক করার পরেও আমরা হেরে যাই। আমাদের হেরে যাবার কারণ ছিল যারা বিচারক ছিল তাদের মধ্যে এক বিচারকের মেয়ে ছিল বিপক্ষের দলে। আমার এখনো হাসি পায় ঐ বিতর্কের কথা মনে পড়লে। দুর্নীতি নিয়ে বিতর্ক আর সেখানেই বিচারকরা দুর্নীতি করে। আজব মানুষ, আজব দেশ, আজব সমাজ, আর আজব মন মানসিকতা নিয়ে বেঁচে আছি আমরা।
যতদিন না আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে ততদিন আমরা সচেতন হতে পারব না এবং দেশ ও সমাজের উন্নতি ঘটাতে পারবো না। তাই আসুন নিজে সচেতন হই এবং অন্য কে সচেতন করি এবং সর্বশেষ সুন্দর শান্তিময় সমাজ এবং দেশ গড়ি।