১) প্রচন্ড ব্যাস্ততায় সময় গুলো রিতিমত উড়ে উড়ে চলে যাচ্ছে।
এই বিদঘুটে ব্যাস্ততার মাঝেও মন চায় হাত খুলে খুট খাট করে কিছু টাইপ করি মনের গহীন অন্তরের কিছু কথা মুখে না বলে হাতে বলি।
আর তারই জন্য আসলে ব্লগে একাউন্ট খোলা।আর দেশী ব্লগে নিজের ভাষায় মনের মাধুরী মিশিয়ে হাবি জাবি যাই লিখি না কেনো মনে একটা প্রশান্তি প্রশান্তি ভাব আসে।নিজের ভাষায় কট কট করার মজাই আলাদা।
আর আঞ্চলিক টানে কথা বলা ত আরেক মজা।
কিন্তু আমার সেই মজায় আজকাল বাধ সাধছে আমার বউ আর ছেলেরা।
আমার গিন্নির বক্তব্য অনুযায়ী কুত্তা-কে কুকুর বলতে হবে কইরা ভইরা জাতীয় শব্দ যথা সম্ভব বাদ দিতে হবে।
ত সেই ধারাবাহিকতায় আমার ছেলেরা কেমন নাটুকে বাংলা বলে সেটা শুনে আমার নিজেরই মেজাজ খারাপ লাগে।তার উপরে ধরেন কোন এক উত্তেজনাকর মুহুর্তে আমি ছেলেদের বললাম "অই ওই জিনিসটা লইয়ায় ত" আর সেই সময় ছেলে আমার যায়গায় দাঁড়ায় বলে বাবা হোয়াট ডাজ ওই জিনিসটা মিন্স?তহন ইচ্ছা করে নিজেরে নিজে ঘুড়ায়া দুইট্টা চটকোনা দেই নিজের পুতেদের কেনো বাংলা ঠিকমত শিখাইতে পারলাম না।
২) আমার বাসার সামনে দিয়া প্রতিদিন প্রচুর লোকজন সকাল সন্ধ্যা হাটা হাটি করে তার ভিতরে কুত্তাওয়ালীর সংখ্যাই বেশী।এই দেশে আবার কুত্তা বিলাই নিয়া রাস্তা ঘাটে হাটা হাটির নিয়ম আছে।সাথে একটা পলিথিন ব্যাগ রাখতে হবে কোথাও বড় কাজ সারলে সেইটা আবার সাথে সাথে নিজের হাতে করে ব্যাগে উঠায় নিতে হবে, নতুবা বেশি না , ১০০ ডলার ফাইন।
৩) গত সপ্তাহে আমার কাজের যায়গায় স্নেইক এয়ারনেস(snake awareness) নামে ছয় ঘন্টার এক কোর্স করাইলো।সেইটার মূল বক্তব্য হইলো অথবা আমি যেইটা বুঝলাম সেইটা হইলো কোনো অবস্থাতে সাপ কে মারা যাবে না মারলে ৫০০ থেইকা দশ হাজার ডলার জরিমানা সাপ দেখলে বলদের লাহান চুপ কইরা খাড়ায় থাকতে হইবো আর সাপে আপনেরে গাছ মনে কইরা অন্য দিকে হাইটা যাইবোগা।ত এইটার শুরুতেই ট্রেইনারে জিগাইলো কারোর কোনো সাপ হ্যান্ডলিং এর কোনো প্রশিক্ষন বা অভিজ্ঞতা আছে কিনা।অল্প কয়েকজনের মধ্যে আমিও হাত তুললাম।একজন বাইর হইলো স্টিভ আরউইন এর সাগরেদ ত আমার টার্ন আসলে ট্রেইনার খুব ভাব লইয়া জিগাইলো কই থেইকা এই প্রশিক্ষন পাইছো আমি কইলাম আমার দাদার কাছ থেইকা আমার নিজের দ্যাশে।কি ট্রেনিং?
কইলাম চু-প কইরা একটা লাঠি হাতে নিয়ে সাপের মাথা বরাবর কইষ্যা একটা বাড়ি, মিস করন যাইতো না কোন অবস্থাতে।
আর খালি হাতে সাপের ল্যাঞ্জা ধইরা ঘুড়ায়া মাটির মধ্যে বা আশে পাশে গাছ থাকলে গাছের মধ্যে বাড়ি।তাও কইষ্যা।
ট্রেইনার মশায় এই উত্তর শুইনা রিতিমত টাশকি আর অডিয়েন্স হাসতে হাসতে শ্যাষ।