তুই করে যাচ্ছিস অহর্ণিশ কতো শত পাপ,
অথচ,নেই তাতে লজ্জা; নেই অনুতাপ,
ভাবছিস কী? পাবি তুই মুক্তি?
সমস্থ অপরাধ, অন্যায়, জুলুম,অবিচার করেও
পাবি পার? তাই, নেই মনে কোন বাড়তি চাপ!
জেনে রাখ, ওরে পাষাণ পাপী, নরাধম, নরকের কিট!
তোর জন্যও রইলো জমা, সমস্থ পাওনা;সমস্থ হিসাব নিকাশ
যা পেয়ে যাবি সব কড়ায়-গন্ডায়,
প্রতিক্ষণ, প্রতি পল্, প্রতিটি প্রহর, ঘন্টায়-ঘন্টায়।
যখন আসবে সময় তোর প্রতিটি কৃতকর্ম হয়ে যাবে সব-
শাপশাপান্ত আর অগুনতি লক্ষ-কোটি অভিশাপ!!