দীঘল রাত্রির অমানিশা পেরিয়ে-
ঘাসের গায়ে শিশিরের নূপুর আর কুয়াশার চাদর নিয়ে আসে একটি শীতের সকাল,
মোলায়েম রোদের আশায় বসে থাকে জবুথবু হয়ে আবাল- বৃদ্ধ- বনিতা; কারো হাতে পিঠা,
মুড়ি মুড়কি কারো হাত চায়ের পেয়ালায় ন্যস্ত
কেউবা আগুন পোহাতে অতি ব্যস্ত
পড়শী বাড়ির বউ চড়িয়েছে চুলায় আলু পোস্ত।
দিন শেষে আকাশে হলদে রঙে
একটি মৃত শালিকের কথা পনে পড়ে-
পালকের ভাজে দিনলিপি লিখা হবেনা তার
যে যে চলে গেছে শূন্য করে জীবনের ভার
পৌষের কুয়াশায় ভিজে শীতের সকাল দেখা হবেনা আর।
পৃথিবীর ক্লান্তি শেষে ফড়িং বসে থাকে লাউ মাচায়
জীবন মানে অসমাপ্ত ডায়েরি-
আলো ছায়ায় লুকোচুরি খেলার নেই অবসর,
শীতল হাওয়া আর শিশিরের দখলে পল্লব, বৃক্ষশাখা
অসার হয়ে আসে যেন উড়বার দুটি পাখা
তবুও রাত নামার অপেক্ষায় আঁখি যে স্বপ্নমাখা।
ছবি-দৈনিক যুগান্তরের সৌজন্যে।