‘বলিউড নায়িকা কাজল মৃত্যুর আগে মুসলিম হয়ে যদি মরতেন’-নামক পোস্ট টি গতকাল ব্লগে প্রকাশিত হওয়ার পর থেকে আলোচনা, সমালোচনা চলছে সমানে। পোস্ট টি দ্রুতই হিট হয়ে গেল। পরিচিত ব্লগার মৃদুল মায়ান নামক ব্লগার আসলে বলতে চেয়ে ছিলেন তিনি পরশু রাতে ‘ফানা’ মুভিটি দেখেছেন এবং মুভির শেষ অংশে কাজলের গেটআপ মুসলিম মেয়ের মত হওয়ায় তাকে দেখতে দারুন লেগেছে। এবং এই থেকেই তার মনে হলো-ইস্ এই নায়িকাটি যদি মৃত্যুর আগে মুসলিম হয়ে মরে তবে সে পরকালে আজাব ভোগ করার পর অনন্তকাল শান্তিতে থাকবে।
তার এই পোস্টে যে কত রকম মন্তব্য আসছে তা দেখে মৃদুল মায়ান ভাবনায় পড়ে যায়। একজন লিখেছে- ছবি দেখে এমন অনুভূতি হলো তো কোন নায়ক-নায়িকা আর বিধর্মী থাকবেনা। কি অদ্ভুত মানুষের ভাবনা। পক্ষে -বিপক্ষে অনেক যুক্তি তর্ক দেখা দিল।
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেই ব্লগার আবার তার আগের কিছু পোস্টের রেফারেন্স হিসেবে দিয়েছে যা পড়ে মানুষের মনে হতে পারে তিনি মাঝে মাঝে যেটা কামনা করেন বা ভাবেন সেটা সত্যি হয়ে যায়। এবং বাস্তবে হয়েছেও তাই। তার মানে নায়িকা কাজল কি মৃত্যুর আগে মুসলিম বনে যাবেন ?
ব্লগ পোস্টটি শুধু ব্লগে সীমাবদ্ধ থাকে নি। দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায়ও তা ফলাও ভাবে প্রকাশিত হয়েছে। এবং এ নিয়ে রীতিমত মাতামাতি শুরু হয়েছে। এসবে অনেক আবার বেশ বিরক্ত। আরে বাবা একজন তার অনুভূতির কাথা জানিয়েছে তাই নিয়ে এত উত্তেজনার কি আছে! এই হুজুগে বাংগালির হুজুগেপনা আর গেলনা।
ব্লগার সাহেবের অবস্থা এমন হয়েছে যে -ছেড়ে দে মা কেদে বাঁচি ? ব্লগে, ফেসবুকে, মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে দিতে জান শেষ।
নেট দুনিয়ায় কোন কিছু ভাইরাল হলে ভিন দেশেও এর আঁচ পড়ে। ভারতীয় মিডিয়াও কাজলের পিছু লেগেছে। তিনি ফানা মুভি করতে গিয়ে তার মনে কখনো মুসলিম হওয়ার গোপন বাসনা জেগেছিল কি না ? তা খুঁচিয়ে বের করার জন্য।
নায়িকা প্রথমে ব্যাপারটি বুঝতে পারেনি। কেন তাকে এ ধরণের প্রশ্ন করা হচ্ছে তাও আবার মুভিটি করার এত বছর পর। একজন সাংবাদিক যখন বিস্তারিত বললেন তখন তিনি হেসেই খুন। আরে বাবা আমার ছবি দেখে একেক জনের একেক রকম অনুভূতি হবে। তাই বলে একজন ব্লগারের পোস্টের সূত্র ধরে আমাকে এ ধরণের প্রশ্ন করা হাস্যকর। আমি এর উত্তর দিব না।
ব্যস সব ল্যাঠা যেন চুকে গেল। আস্তে আস্তে এই আলোচনা পানি পানি হয়ে গেল। হাফ ছেড়ে বাঁচলেন ব্লগার। আবার সে ব্লগে মন দিয়ে খেলালেখি করতে লাগলো।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫