ব্লগে যারা নতুন লেখা শুরু করেছেন তারা যেন নতুন ফুল। এই নতুনেরা ফুল ফুটার অপেক্ষায় রয়েছেন। ব্লগে আলো জ্বালবেন, সৌরভ ছড়াবেন। কিন্তু কিভাবে তারা তা করবেন । তারা তো সেফ হচ্ছেনা।
মোঃ নিজাম উদ্দিন মন্ডল ভাই বলেছেন এ বিষয়ে লিখার জন্য। ব্লগে এই প্রথম কেউ একজন কিছু লেখার কথা বলল। তাও আবার নতুনদের নিয়ে। আমি রাজি হলাম।
কয়েকজনের ব্লগ বাড়ি গিয়ে পড়ে আসলাম তাদের কথকতা। অনেকেই সম্ভাবনা জাগিয়ে হারিয়ে যান। তারা যেন হারিয়ে না জান সে জন্যই কিছু বলা :-
প্রথমেই সুন্দর একটি নিক নিয়ে ব্লগ খুলুন এবং যে কোন একটি ভাল লেখা পোস্ট দিন।
অন্যদের লেখায় সুন্দর ও যুক্তিপূর্ণ মতামত দিতে হবে।
ব্লগে নিয়ম করে সময় দিতে হবে।
ধৈর্য ধারণ করতে হবে।
বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে । বৈচিত্রের জন্য। একই লেখা বার বার পোস্ট দেওয়া যাবেনা।
লেখা প্রানবন্ত, সাবলীল, সুন্দর হতে হবে।
চমৎকার শিরোনাম ও ছবি সংযুক্ত করতে হবে।
যে বিষয়ে লিখবেন তার গভীরতা থাকা চাই এবং অন্যকে যেন তা আকৃষ্ট করে।
ব্লগের নিয়ম বা রীতি নীতি মেনে লাইক, কমেন্ট করতে হবে। অহেতুক ক্যাচালে জড়ানো চলবেনা।
মতের মিল না হলে কুরূচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল আক্রমন থেকে বিড়ত থাকতে হবে।
বেশি সমস্যায় পড়লে কাল্পনিক ভালবাসা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ব্লগ কর্তপক্ষকে মেইল করতে পারেন।
খুব কঠিন সময় যাচ্চে। তাই হয়তো কর্তৃপক্ষ একটু সময় নিয়ে যাচাই-বাচাই করে নতুনদের সেফ করতে চাচ্ছেন। আর এজন্যই গত সপ্তাহ থেকে নতুন কেউ সেফ হননি। সেফ করা না করা কর্তৃপক্ষের ব্যাপার।
যারা যোগ্য তারা অবশ্যই প্রথম পাতায় আসবেন।
নতুনদের মধ্যে সম্প্রতি আমার মতে যারা নজড় কারছেন -
১। অলিউর রহমান খান-
সুন্দর স্মৃতিচারণমূলক একটা পোস্ট দিয়েছিলেন, সম্ভাবনাও তৈরী করেছিলেন। কিন্তু অনিয়মিত হয়ে পড়েছেন।
২। দিবা রুমি-
সুন্দর কবিতা লিখেন। আমি আশাবাদী তিনি অচিরেই ১ম পাতায় চলে আসবেন।
৩। প্রান্তর পাতা-
বিভিন্ন বিষয় তুলে ধরেন। আকেটু পরিশ্রমী হতে হবে, আরেকটু ভাল করলেই সম্ভাবনার দ্বার খুলে যাবে।
৪। শাহিন বিন রফিক-
দারুণ ছড়া লিখেন। ছড়া নিয়ে আশাবাদী।
৫। আবু আফিয়া-
ধর্ম ও মানবতা নিয়ে লিখাগুলো সুন্দর। লেগে থাকুন সফলতা আসবেই।
৬। সৈয়দ তাজুল-
গল্প লিখেন সাথে অন্য কিছুও। গল্প আরও সুন্দর ও আকষর্ণীয় এবং প্রানবন্ত হতে হবে। বানানের দিকে নজর দিতে হবে।
অনেকেই দেখেছি মন্তব্য কম করছেন। প্রচুর মন্তব্য করতে হবে।
আরও যারা নতুন আছেন সবাই ভাল থাকুন, ভাল করুন।
ছবি - নিজের করা ডিজাইন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪