অনেক অনেক দিন হল - রাত দিনের চক্রাকার আবর্ত চলছে নিয়ম অনুসারে। কিন্তু মানুষের মন কোন নিয়ম নীতি মানেনা। কখন কার মন ভাল থাকে, কখন খারাপ থাকে বুঝা মুশকিল। তাইতো কি কারণে যেন ব্লগার মৌমুমু আপু সেই যে গেলেন আর ফিরে এলেন না।
এর আগেও তিনি ডুব দিয়েছিলেন কিন্তু আবার ব্লগে ভেসেও উঠেছেন। এবার আর সে লক্ষণ দেখা যাচ্ছেনা।
আমরা তার প্রেমের ও বিরহের কবিতার স্বাদ নিতে পারছিনা। ইংরেজী নতুন বছর এলো-তিনি ব্লগে এলেন না। বাংলা নতুন বর্ষও দ্বার প্রান্তে তবুও তার দেখা নাই।
তিনি কারো অপেক্ষায় আছেন এটা তার লেখায় ও কবিতায় প্রবলভাবে প্রকাশ পায়। তিনি যাকে যান তাকে যেন পান সেই কামনাই করি।
এবং তিনি তার চাওয়া পেয়ে গেলে ব্লগে সমহিমায় ফিরবেন এটাই আশা।
সর্বশেষ অর্কমানিকের লেখা-আজ তোমার বিয়ে নামক পোস্টে মন্তব্য করেছেন ০৪ জানুয়ারি/১৮ ইং তারিখ।
তার সাথে যদি কারো যোগাযোগ থাকে তবে ব্লগে আসার জন্য বিনীতভাবে বলা হলো।
আর সকল ব্লগাদের জন্য একটি কথা বলি- যে কোন কারণে আপনারা যদি কখনো ব্লগ ছেড়ে চলে যান তবে একটিমাত্র পোস্ট অত্যন্ত নিজ ব্লগ বাড়িতে রেখে দিবেন। যাতে অন্যরা আপনার খোঁজ -খবর নিতে চাইলে, সেখানে কিছু কথা রেখে আসতে পারে। অন্যথায় কিছু করার থাকেনা শূণ্য ঘর থেকে শূণ্য হাতে ফিরতে হয়।
মৌমুমু আপুর ভাললাগার ফুল কাঠগোলাপ ও আমারা অপেক্ষায় রইলাম তার ফিরে আসার-
ছবি : মৌমুমুর প্রপিক ও মোবাইলে তোলা কাঠগোলাপ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩