ব্লগে ব্লগারদের মধ্যে ফরিদ ভাই(সনেট কবি)-কে নিয়ে প্রথম কবিতা পোস্ট দেই, তারপর ভ্রমরের ডানাকে নিয়ে, তারপর চাঁদগাজী সাহেব-কে নিয়ে আর আজ দিচ্ছি ব্লগার ও কবি শাহরিয়ার কবীর-কে নিয়ে।
শাহরিয়ার কবীর আমার ব্লগিং এর প্রথম থেকে আজ পর্যন্ত প্রায় সকল পোস্ট বিশেষ করে কবিতায় মন্তব্য, লাইক ও মতামত দিয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করে চলেছেন। তার কাছে কৃতজ্ঞ।
বেশ ক’দিন থেকে তাকে নিয়ে লিখবো লিখবো ভাবছি। আজ তা পূর্ণতা পেল।
শাহরিয়ার কবীর
মোঃ মাইদুল সরকার
ভালবাসাকে খোঁজে যে নীল নীলিমায়
অরণ্য কিংবা সাগর মহিমায়
কবিতায় ছড়ায় যে ভালবাসার আবির
তিনি কবি, তিনি শাহরিয়ার কবীর।
সুখের আশায় ঘর বাধার স্বপ্নে বিভোর
কাটে কাটেনা যেন মায়াবী ঘোর
চোখ যার প্রেম-বিরহ-অশ্রুনীড়
তিনি ভালবাসার কবি,শাহরিয়ার কবীর।
ফুলরং রঙে প্রেয়সীর ঢংঙে
প্রজাপতি উড়ে যায় দিগন্ত পানে
কবিতায় লিখেন যিনি প্রেমের কব্য শিবির
আহা ! নামটি তার শাহরিয়ার কবীর।
কবিকে উৎসর্গ করার জন্যই কবিতাটির আত্মপ্রকাশ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০