বিজ্ঞানকে অস্বীকার করার কোন মানে নেই। তবে যেখানে কুরআন বিজ্ঞানের মধ্যে সাংঘর্ষিক ব্যাপার থাকে সেখানে কুরআনকেই গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে।
ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম ও বিজ্ঞানময় বললেও ভুল বলা হবেনা। যারা বলেন ইসলাম আধুনিকতার অন্তরায় তাদের জন্য জবাব হচ্ছে-আমরাই ইসলামের জন্য অন্তরায় হয়ে দাড়িয়েছি।
আধুনিক বিশ্বে স্টিফেন হকিং অন্যতম বিজ্ঞানী হতে পারে। তার যেসব মতামত কল্যানকর ও ইসলাম বিরোধী নয় সেগুলো গ্রহণ করা যেতে পারে। কিন্তু তার মতে-“পরকালে স্বর্গ,নরগ বলে কিছু নেই। এগুলো কাল্পনিক কিংবা রূপকথা।” এই মতবাদ বা যুক্তি বা তথ্য মুসলমানদের কখনো বিশ্বাস করা উচিৎ নয়। তার মত এমন অর্ধ-মৃত বিজ্ঞানী ইসলাম ধর্ম নিয়ে এর চেয়ে ভাল কিই বা বলতে পারবে।
আল্লাহ্ তাকে পরীক্ষা করছেন দুরারোগ্য ব্যাধি দিয়ে কিন্তু না সে তার মস্তিষ্ক দিয়ে ধর্ম বিশ্বাসের অপব্যাখ্যা করেই যাচ্ছে। এসব মরা-ধরা বিজ্ঞানীর ভ্রান্ত ধারনায় বিশ্বাস হারাবেন না।
পরকাল সত্য। পরীক্ষিতভাবেই সত্য।
পৃথিবীতে ইসলামের চেয়ে সুন্দর, আধুনিক, কল্যানকর, বিজ্ঞানসম্মত ও শান্তিকামী অন্য কোন ধর্ম নেই। যদি থাকতো তবে সেটাই হতো মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮