যেখানেই যাই প্রশ্ন এখন একটাই 'আমার বিয়ের খবর কি??'কেন বিয়ে করছি না?? কোন সমস্যা??
পরীক্ষা শেষ করে ভাবলাম আপাতত একটুখানি রিলাক্স পাওয়া গেছে।অনেকদিন পর গেলাম নানু বাড়িতে ।সেখানেও একই প্রসঙ্গ গল্প যেখান থেকেই শুরু হোক শেষ হয় একটা প্রশ্নে তোমার বিয়ের খবর কি?? পুরাতন বন্ধুবান্ধবের সাথে দেখা হলে আবার একই প্রশ্ন 'কিরে কবে বিয়ে করছিস?? দাওয়াত দিস কিন্তু..'
কোন কোন রিলেটিভ আবার আগ বাড়িয়ে উপদেশ দিতে আসে এখন ই উপযুক্ত সময় বিয়ে করার পরে বয়স বেড়ে গেলে কিন্তু বিয়ে করবে না কেউ।আর যদি কয়েকটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে শোনে তবে তো কথাই নেই অনেকে কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবার জানতে চাইবে ব্যাপার কি মেয়ের কি নিজের পছন্দ আছে??ছেলে কি ক্লাসমেট?? চাকরী বাকরী কি পাচ্ছে না??
ব্যাপারটা এমন হয়েছে যে এরা জোর করেই আমাকে প্রেম করিয়ে দিচ্ছে।যদি বলি যে আমি আগে চাকরী করবো তারপর বিয়ে তখন বলবে এত চাকরী দিয়ে কি হবে ??যদি তোমার সুখি সংসার না থাকে তখন এই সব ই বৃথা। এদের কথা অনুযায়ী জীবনের ওয়ান এন্ড অনলি লক্ষ্য হচ্ছে বিয়ে করে সংসারী হওয়া।এই কথার উপর আরো বেশি করে জোড় দেয়ার জন্য অতিরিক্ত হিসেবে যোগ করে ইমোশোনাল ব্ল্যাকমিল যেমন তোমার বাবার বয়স হয়েছে তোমার কোন বড় ভাই নাই,পরিবারের একটা অভিভাবক দরকার ব্লা ব্লা....।অনেকে আবার বলতে থাকবে চাকরী বাকরী করলে নাকি ঠিক মত সংসার হয় না,পোলাপান ঠিকঠাক মত মানুষ হয় না।এসব কথার শেষে জুড়ে দেবে যে আমরা তো সবাই তোমার ভালোই চাই তাই না??এসব তোমার ভালোর জন্যই বলা।আর যদি ভুলেও মুখ ফোসকে কিছু বলে ফেললাম তো হইছে কাজ।গুষ্টি উদ্ধার করে ফেলবে বাপের নাম নিয়ে বলবে অমুকের মেয়েটা ভার্সিটি পড়ে হইছে একটা বেয়াদব।মুখের উপর কথা বলে দুনিয়া কি আমাদের থেকে বেশি দেখে ফেলছে নাকি??
উফফ ঘুরে ফিরে সেই একই প্রশ্ন কেন বিয়ে করছি না??কোন সমস্যা নাকি??
আমি বুঝি না আশেপাশের মানুষের এত সমস্যাটা কি যেখানে নিজে কোন সমস্যা দেখছি না।আমার এখন বিয়ের ইচ্ছে নাই তাই করছি না যখন ইচ্ছা হবে করবো, যারে ইচ্ছা তারে করবো আর ইচ্ছা না হইলে করবো না,বিবাগী হব।তাতে আপনার কি??মুখের মাঝে পান গুঁজে পাড়া বেড়িয়ে কোথায় কি হচ্ছে না দেখে নিজের চড়কায় তেল দেন।তাহলে দেশ ও জাতি বেঁচে যায়।।আর যার যার ভালো বোঝার জন্য যার যার বাপ-মা আছে তার ভালোটা তাকে আর তার বাপ মাকে বুঝে নিতে দিন আর দয়া করে মানুষরে শান্তিতে থাকাতে দিন।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ রাত ১২:২৩