আমি বলেই যাবো
যে যত কথাই বলুক আমি থামবো না,
নদীর মত নীরব শ্রোতা হয়ে আর থাকবো না
আমি এবার আমার কথা বলবো।
আমি বলবো আমাদের গর্বের কথা,
আমাদের শ্লাঘার কথা,
অসামান্য সব শব্দপুষ্প মালা গেথে
আমি অবিরাম দু:খের কথা বলবো, আমি বার বার হেরে যাওয়া গল্পের কথা বলবো।
আমাকে কোন মতেই থামানো যাবে না
মানুষের পক্ষে বলার জন্য ভিটে-মাটি বিক্রি করে কথার মাইক্রোফোন ভাড়া নেব,
আমি মৌনতার ট্যাবু ভেংগে কবিতায় লাখো শ্রোতা ও পাঠকের গহীন মনের লুকানো কথা বলবো।
আমি খলবলিয়ে ওঠা লতানো পুইয়ের কথা বলবো,
বলবো ধবল জোৎস্নার মাদকতার কথা,
কলা পাতা রংগের পাট ভাংগা শাড়ির কথা বলবো বলবো চোয়াল ভাংগা হারু শেখের জীবন যুদ্ধের কথা।
আমি সহজে থামবো না
আমার মুখ বন্ধ করা হলে আমার চোখ কথা বলবে, চোখ তুলে নেওয়া হলে হ্নৎপিন্ড কথা বলবে, হ্নৎপিন্ড ছিঁড়ে ফেলা হলে রক্ত কথা বলবে, রক্ত ছাই করা হলে আমার আত্মা কথা বলবে।
আমার কথা আমি বলেই যাবো…
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬