আজ খুশির আগুনে পুড়ে গেছে;
মেঘ শিরিষের নির্জনতা,
দুধসাদা জোছনার আত্মভরিতা,
জ্বলে গেছে
চন্দ্রোজ্জ্বল সন্ধ্যার জাফরানি রং!
আজ জন্ম জৌলুসের আগুন লেগেছে;
ধোপদুরস্ত ঝাউফুলে,
দ্রোহের তামাটে চিবুকে,
চেতনার অনি:শেষ ওমঙ্কারে!
আজ আগুনের প্রাচুর্যে জ্বলছে;
গহীনের অনুভূতি
বোধের পীড়ন
গভীরের স্ফুরন!
দুর্দান্ত এই সকাল মাথায় নিয়ে নিশ্চয়ই কোন তরুন কবি কোলাহলের সৃষ্টিশীল ফুটপাতে পরিভ্রমণ করবে,
অপেক্ষায় আছি বিকেল ডুবে গিয়ে রাত ভোর করে সকালে সহমর্মিতার সূর্য উঠবে,
মানুষে মানুষে ভালোবাসায় বেঁচে থাকবে পৃথিবীর গোলাপী ফুসফুস !
মহত্তম অনুভবের নিগূঢ়তম উচ্চারণ:
আঁধারের বান ভেংগে ফের রৌদ্র উঠবে,
ভাংগা জীবন ফের প্রাণ পাবে,
হৃদয়ের স্থায়ী খোপে প্রণয়ের গন্ধ প্রসারিত হবে ঝাঁকে ঝাঁকে,
এ পৃথিবী তবে মানুষের ই হবে।
আজকের সকালটা রৌদ্রজ্জ্বল, সুন্দর হোক…
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪