আমার জীবনে খুব বেশি তাড়া নেই
বাহুল্য নেই, আক্ষেপ নেই,
এক দৌড়ে চূড়ায় ওঠার ইচ্ছে বা সামর্থ কোনটাই নেই,
দুপুরের গুড়ো মিঠে রোদ নিভে যাবার সময় বোধের জানালায় উঁকি দিলো নতুন প্রশ্ন;
পৃথিবীতে কোন কিছুই সম্পুর্ন নয়।
আমার খুব বেশি হুড়োহুড়ি নেই
চল্লিশের আগে চার্টারড ব্যাংকের এমডি না হলেও আফসোস নেই,
নাহয় পিঁপড়ের ডিম বিক্রি করে কোন মতে সংসারটা চালিয়ে নেব,
শুধু শুধু কষ্টের কথা,ব্যথার কথা, হাহাকারের কথা ভেবে জীবনটাকে ভারী করার দরকার কী?
আমার জীবনে খুব বেশি পীড়াপীড়ি নেই
জীবনের কোন অর্থ বের করার প্রয়োজন শেষ,
এখন বেশি প্রয়োজন অনর্থ বের করা,
শাকের শিশিরে পা ভেজাতে পারলেই খুশি
ঘাসের ক্যাফে বসে কবিতা লিখতে পারলেই ধন্য।
আমার জীবননাট্যে খুব বেশি মহড়ার দরকার নেই
অভিনয়ে ভুল হলে হোক, মাথা ব্যথা নেই,
বৈরিতার ঢিল-পাটকেল সহ্য করে,
টুইস্ট নামক অহেতুক কূটচালে না জড়ায়ে
মায়ের বুকে নিরাপদে ঘুমোতে চাই।
আমার জীবনে খুব বেশি ব্যস্ততা নেই...
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১