বড্ড ভুল সময়ে পৃথিবীতে এসেছি
ইট- পাথর, সিমেন্টের মারপ্যাচে গড়া হতাশার বিশাল গর্তে পড়ে রয়েছি,
সব কিছুর ভীড়ে ভুলে গেছি সেই অমোঘ সত্য;
মানুষ মূলত একা,ভুলবশত একা।
নিজের স্বার্থ পায়ে ঠেলে, ভালোবাসার জন্য পাড়ি দিয়েছিলাম সমুদ্রপৃষ্ঠের দুরত্ব,
লাল গালিচা ছেড়ে,কাবুলি চপ্পল খুলে মাটিতে নেমেছিলাম মাটির মানুষের খোঁজে
দিন শেষে ভুলেই পড়ে রইলাম।
বিশ্বাস নামক প্রপঞ্চকে বিশ্বাস করে বড্ড ভুল করেছি
বিশ্বাসের লাল পানি পান করে নিজের ফুসফুস অল্প বয়সেই ঝাঁঝরা করেছি,
সামাজিকতা,পুরস্কার, স্বীকৃতির হাতছানিকে কবেই অবলীলায় দুরে ঠেলেছি,
তবু বিতর্ক আর বিরোধিতার হার্ডল আমাকে পিছু ছাড়েনি।
ভুল করেছি;
ঝিনুকের মত মুখ বুঝে সব ভুল সয়ে নিয়েছি
ঠোঁটে ঠোঁট কামড়ে ভুলের বিষপান করেছি,
না বুঝে ভুল বাটনে ক্লিক করেছি।
অসুখী এই শহরের শেষ মাথায় দাঁড়িয়ে নৈঃশব্দ্যের গোঙানি শুনতে পাচ্ছি,
জন্মান্ধ গুহায় নিজের অবস্থান খুঁজতে খুঁজতে নিজেই হাওয়া হয়ে গেছি,
আরো কত ভুলের কথা বেরিয়ে আসছে লাটাইয়ে পেচিয়ে থাকা সুতোর মত।
পৃথিবী ছোট হয়ে আসছে;
পৃথিবীর সবচেয়ে বিষন্ন এক হাইফেনের নাম "ভুল"।
এখন আর কোন বিশেষণ ই আমাকে টেনে ধরে না,
এখন আর কোন আবেগ ই আমাকে খামচে ধরে না
বড্ড ভুল সময়ে পৃথিবীতে এসেছি…
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬