
সেদিন ভর দুপুরে কৃষ্ণচূঁড়া রাঙ্গিয়েছিল আগুন
মহুয়ার গন্ধে পাহাড় পেয়েছিল ফাগুন
কি ক্ষণ ছিল তখন
অথবা কোন তিথী আমার জানা নেই ;
অমানিশার কালো দেয়াল তবু
আড়াল করে দিল আমাদের
চিরচেনা প্রিয়মুখ সেই ।
প্রিয়তমা
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে বিদায় নিতে হবে ,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে সব ছেড়ে আসতে হবে।
শেষবারের মতো একবারও ছোঁয়া
হলো না তোমার আঙ্গুলগুলো;
চোখের অনেক নিচে জল নিয়েও
খেলা হলো না আমার ,
অনামিকায় সব রেখে এলাম
তোমার সাঁতারের জন্য !
প্রিয়তমা
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে বিদায় নিতে হবে ,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে সব ছেড়ে আসতে হবে।
তোমার নীরব কান্নাকে আমি
হৃদয় দিয়ে শুনতে পেয়েও
দ্রুত চলে এলাম ভ্দ্র পুরুষ হয়ে
কুকুরের মতো লেজ গুটিয়ে !
তোমার ভালবাসা নিয়ে
যাত্রী ভর্তি ট্রাম বাসটা ধরব বলে...
প্রিয়তমা
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে বিদায় নিতে হবে ,
আমি স্বপ্নেও ভাবতে পারিনি
এভাবে সব ছেড়ে আসতে হবে।