ওসমান বিন আফফান (রাদি আল্লাহু আনহু) র সংগৃহীত (compiled) কোরআন এর scanned copy দেখুন। আমরা এখন যে কোরআন পড়ি এটাই সেই কোরআন, “ওসমানী মুসহাফ” নামে পরিচিত। এটাই আদি কোরআন, সবচেয়ে পুরনো, ১৪০০ বছর আগের কোরআন। আল্লাহু আকবর।
যে ভাষায় আপনার এবং আমার স্রষ্টা আল্লাহ তার মালাইকার মাধ্যমে তাঁর রসুলের কাছে তাঁর বানী পাঠিয়েছেন, যে ভাষায় রসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সেই বানী পাঠ করেছেন, সেই একই ভাষায় আমি আপনি আল্লার বানী পড়ছি। আল্লাহু আকবর। এটাই হলো স্রষ্টার “PERFECTNESS”
আল্লাহ এর আগে যত নাবী বা রসুল পাঠিয়েছেন এবং সেইসব নাবী বা রসুল যে ভাষায় কথা বলেছেন, সেই সব ভাষার সঙ্গে তাদের আজকের “GOD”’s BOOK এর ভাষার কোন সম্পর্ক নাই।
আল্লাহ এর আগে যত নাবী বা রসুল পাঠিয়েছেন, এবং যে বানী পাঠিয়েছেন আল্লাহ সেইসব নাবী বা রসুলদের, সেসবের কোন “Original” বই আছে বলে সেই সব নাবী বা রসুলদের আনুসারীরা এমনকি তাদের scholar রা ও আজকে দাবী করে না।
তারপর ও মানুষ কি চিন্তা করবে না?
http://qurango.com/usmani.html
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৭