আজ থেকে প্রায় দুশো বছর আগে এই বাংলাতে একটা লোক জন্মেছিল।
বেঁটে খাটো গড়ন। মাথাটা দেহের তুলনায় অপেক্ষাকৃত বড় ছিল বলে সহপাঠীরা তাকে 'যশুরে কৈ' বলে খেপাত।
বড় হওয়ার পরেও তার মলিন পোশাক দেখে অনেকে কুলি বা 'নেটিভ' বেয়ারা মনে করত।
অথচ, এই লোকটাই সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়ার পর তথাকথিত অব্রাহ্মণরা সেখানে শিক্ষার অধিকার লাভ করে।
সময় অনেক এগিয়েছে। আমাদের 'ভূপর্যটক' প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশ ডিজিটাল হচ্ছে।
কিন্তু, এই 'ডিজিটাল ইন্ডিয়া'তেও শুধুমাত্র দলিত হওয়ার অপরাধে অনেক মেধাবী ছাত্রকে আত্মহত্যা করতে হচ্ছে।
আরো মজার কথা, অভিযুক্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদের দেশপ্রেমিক উপাধিতে ভূষিত করছে।
তাই লোকটাকে আজ বড়ই প্রয়োজন।
আমি কয়েকদিন ধরেই সেই বেয়ারা'র মত দেখতে লোকটার নামটা মনে করার চেষ্টা করছি।
কিন্তু, কিছুতেই পারছিনা।
আসলে শুধু আমি নয়, সমগ্র দেশই তাকে ভুলতে বসেছে।
আপনি কী লোকটার নাম মনে করিয়ে দেবেন???