"কমিউনিজম একটি বিদেশী মতবাদ। তাই তা পালনের কোন প্রয়োজন নেইঁ।"
"মার্কস, লেনিনরা আমাদের দেশের সীমানা পাহারা দেয়না। তাই তাদের মতাদর্শ শোনার দরকার নেই।"
ফেসবুকে এধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার প্রায়ই শুনে থাকি।
একটু বিচার করলেই রামভক্ত হনুমানদের এইসকল কথার অসারতা বোঝা যায়।
আসলে তারা ইচ্ছে করেই বুঝতে চাননা যে কাব্য, সাহিত্য, ভাষ্কর্য, বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈপ্লবিক মতবাদ কোন দেশের সীমানায় আবদ্ধ নয়।
বিশ্ব মানবতার স্বার্থেই তার প্রয়োগ হওয়া উচিত।
আর, কমিউনিজম এমনই এক রাজনৈতিক মতবাদ যা তাত্ত্বিক ও বাস্তবিকভাবে সম্ভবত নিপীড়িত, বঞ্চিত মানুষদের প্রথমবার মুক্তির স্বাদ এনে দিয়েছিল।
বিভিন্ন দেশে তথাকথিত কমিউনিস্ট নেতারা ব্যক্তি স্বার্থে একে বিকৃত করেছেন একথা সত্য।
কিন্তু তাতে কমিউনিজমের মূল সাম্যবাদী সূত্রগুলি মিথ্যা হয়ে যায়না।
অবশ্য, গোলওয়ালকরের গোয়ালের গরু গুলো এগুলি বুঝতে চাইবেনা এটাই স্বাভাবিক।
কারণ কমিউনিজমের মূল ভাবধারাই ভারতে মনুবাদী শাসনতন্ত্র স্থাপনের পক্ষে প্রধান অন্তরায় ছিল, আছে এবং থাকবে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১০:১২